গভীর রাতে ট্রেন ও ট্রাকের সংঘর্ষে ঢাকা-চট্টগ্রাম রুট বন্ধ

ঢাকা থেকে চট্টগ্রামগামী ট্রেন মহানগর এক্সপ্রেসের সঙ্গে একটি ট্রাক আচমকা ধাক্কা খেলে ট্রেনটির একটি বগি লাইনচ্যূত হয়ে উল্টে যায়। এ ঘটনায় কমপক্ষে পাঁচজন যাত্রী আহত হয়েছেন বলে জানা গেছে।

রোববার (২৯ আগস্ট) দিবাগত রাত দুইটার দিকে কুমিল্লার পদুয়ার বাজার বিশ্বরোড এলাকায় রেলক্রসিংয়ে এই ঘটনা ঘটে।

জানা গেছে, গভীর রাতে হঠাৎ একটি ট্রাক রেললাইনের ওপর উঠে এলে অপরপ্রান্ত থেকে তীব্রবেগে ছুটে আসা ট্রেন মহানগর এক্সপ্রেসের সঙ্গে সজোরে ধাক্কা খায়। এর ফলে মুহূর্তেই ট্রেনটি লাইনচ্যূত হয়ে পড়ে।

গভীর রাতে ট্রেন ও ট্রাকের সংঘর্ষে ঢাকা-চট্টগ্রাম রুট বন্ধ 1

ট্রেনটির একজন আরোহী ফেসবুকে ঘটনার বর্ণনা দিয়ে জানান, ‘ঢাকা থেকে চট্টগ্রামগামী মহানগর এক্সপ্রেস রাত আড়াইটায় কুমিল্লা পদুয়ার বাজার এসে পৌঁছানোর পর আমাদের চলন্ত ট্রেনটির মাঝামাঝি একটি ট্রাকের ধাক্কা লেগে ঝ বগিটি উল্টে যায়। এতে ৫-৬ জন ব্যথা পেয়েছে।’

এদিকে এই ঘটনার পর ঢাকা-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। ভোর পর্যন্ত ট্রাকটি রেললাইনের ওপর আটকে ছিল।

সিপি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!