খাগড়াছড়িতে শারদোৎসব উপলক্ষে পথের ঠিকানার পোশাক বিতরণ

খাগড়াছড়িতে দুর্গম পাহাড়ে শারদোৎসব উপলক্ষে পথের ঠিকানা সংগঠনের উদ্যোগে সনাতনী ত্রিপুরা গীতা সংঘের সহযোগিতায় ফ্রি চিকিৎসা, পোশাক বিতরণ ও আলোচনা সভা শুক্রবার (২৭ সেপ্টেম্বর) সকালে অনুষ্ঠিত হয়।

এতে অচাই পাড়া ত্রিলোচনেশ্বর মন্দির শিবপূজা, বয়স্কদের ত্রিপুরাদের ঐতিহ্যবাহী পোশাক রিনাই (নারীদের জন্য), রমতৈই (যার বাংলা অর্থ–ধূতি) পুরুষদের জন্য, কোমলমতি শিশুদের জন্য বিভিন্ন রঙ্গে পোশাক বিতরণ, ২৫০ জনকে ফ্রি চিকিৎসাসেবা ও বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়।

সনাতনী ত্রিপুরা গীতা সংঘের সাধারণ সম্পাদক অর্পণ বিকাশ ত্রিপুরা সঞ্চালনায় আলোচনা সভায় সভাপতিত্ব করেন বাংলা একাডেমি পুরস্কাপ্রাপ্ত বিশিষ্ট লেখক ও সনাতনী ত্রিপুরা গীতা সংঘের সভাপতি প্রভাংশু ত্রিপুরা।

প্রধান অতিথি ছিলেন ‌‘পথের ঠিকানা’ সংগঠনের অভিভাবক ডা. যীশু দেব (সার্জারি বিশেষজ্ঞ)। উপস্থিত ছিলেন অজয় দত্ত, স্থানীয় কার্বারি কীর্তি রঞ্জন ত্রিপুরাসহ এলাকার স্থানীয় সুশীল সমাজের নেতৃবৃন্দ, পথের ঠিকানা ও সনাতনী ত্রিপুরা গীতা সংঘের নেতৃবৃন্দ।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!