কাউন্সিলর জাফরের মৃত্যুতে চট্টগ্রাম বিএনপির শোক

মহানগর বিএনপির উপদেষ্টা ও পশ্চিম বাকলিয়া ওয়ার্ড বিএনপির সভাপতি কাউন্সিলর একেএম জাফরুল ইসলামের (জাফর মাস্টার) জানাযার নামায ১৮ এপ্রিল বৃহস্পতিবার বাদে আসর নগরীর চকবাজারের চট্টগ্রাম কলেজ প্যারেড ময়দানে অনুষ্ঠিত হয়।

এ সময় বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ হাজারো মুসল্লি অংশগ্রহণ করেন। জানাযায় ইমামতি করেন মিসকিন শাহ্ জামে মসজিদের পেশ ইমাম মাওলানা মুহাম্মদ মুছা। জানাজার নামাজে শরিক হন সাবেক মন্ত্রী মীর মোহাম্মদ নাছির উদ্দিন, সাবেক মেয়র মঞ্জুর আলম, সিটি মেয়র আ.জ.ম নাছির উদ্দিন, মহানগর বিএনপির সভাপতি ডা. শাহাদাত হোসেন, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর, প্যানেল মেয়র চৌধুরী হাসান মাহমুদ হাসনীসহ ওয়ার্ড কাউন্সিলর ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দ। জানাযা শেষে মরহুমের লাশ মিসকিন শাহ্ মাজারের কবরস্থানে দাফন করা হয়।

উল্লেখ্য মরহুম জাফর মাস্টার গত ১৭ এপ্রিল বুধবার সন্ধ্যা ৬ টায় নগরীর একটি প্রাইভেট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। এদিকে জাফর মাস্টারের মৃত্যুতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান মীর মোহাম্মদ নাসির উদ্দিন, উপদেষ্টা বেগম রোজি কবির, গোলাম আকবর খন্দকার, এসএম ফজলুল হক ফজু, চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি ডা. শাহাদাত হোসেন, সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর, কেন্দ্রীয় বিএনপির শ্রম বিষয়ক সম্পাদক এএম নাজিম উদ্দিন, সদস্য শামশুল আলম, মহানগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি আবু সুফিয়ান, দক্ষিণ বাকলিয়া ওয়ার্ড কাউন্সিলর ইয়াছিন চৌধুরী আসু, বাকলিয়া থানা বিএনপির সভাপতি ফরিদ আহমেদ, সাধারণ সম্পাদক আফতাবুর রহমান শাহীন, দক্ষিণ বাকলিয়া ওয়ার্ড বিএনপির সভাপতি নবাব খান, সাধারণ সম্পাদক ইয়াকুব চৌধুরী নাজিম, পূর্ব বাকলিয়া ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল্লাহ আল ছগির, সাধারণ সম্পাদক হাজী মুহাম্মদ মহিউদ্দিন, পশ্চিম বাকলিয়া ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক হাজী এমরান উদ্দিনসহ নেতৃবৃন্দ যৌথ বিবৃতিতে গভীর শোক প্রকাশ করেন।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!