কক্সবাজারের ৩৫ পথশিশুর জন্য ব্যতিক্রম আয়োজন এসএসসি-এইচএসসি ফাউন্ডেশনের

কক্সবাজারের সমুদ্র সৈকতের পথশিশুদের কেউ প্লাস্টিক কুড়ায়, আবার কেউ পর্যটকদের গান শুনিয়ে বা শরীর ম্যাসেজ করে টাকা উপার্জন করে। কিন্তু রমজান মাসে তাদের আয়-রোজগার বন্ধ।

এজন্য এসব পথশিশুদের পাশে দাঁড়িয়েছে এসএসসি ’৯৫ ও এইচএসসি ’৯৭ ফাউন্ডেশন।

এই ফাউন্ডেশনের সদস্যদের আর্থিক সহযোগিতায় ৩৫ পথশিশুকে একমাস ধরে দু’বেলা খাওয়ানো, ইফতার বিতরণ থেকে শুরু করে নতুন জামা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে।

এসএসসি ’৯৫ ও এইচএসসি ’৯৭ ফাউন্ডেশনের সদস্য প্রিতেশ তালুকদার বলেন, ‘শুধু কক্সবাজারের পথশিশুদের নয় সারাদেশে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর মাঝে তথা অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে এই ফাউন্ডেশন। রমজান মাসে সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ইফতারসামগ্রী, সেহেরি ও নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র বিতরণের পাশাপাশি ঈদে নতুন কাপড় দেওয়ার ব্যবস্থাও করা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘এই ফাউন্ডেশনের পক্ষে সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়েছেন আমিনুল ইসলাম সুজন, রোটিরিয়ান নাজমুল ইসলাম, মনিরুল ইসলাম, ফেরদৌস মুজিব, সর্দার ফয়সাল, আবু তোয়াব নয়ন, পারভেজ বাবু, খোকন, আব্দুল কাইয়ুম মোল্লা, সোহেল আহমেদ, রজত চক্রবর্তী, সুমন দাস,বাপ্পী আমিনুল ইসলাম মুকুল, ফারজানা ফেরদৌসসহ অনেকে।’

ফাউন্ডেশনের কার্যক্রম চট্টগ্রাম, ফেনী, নোয়াখালীসহ ৩২ জেলায় চলমান রয়েছে বলে জানান তিনি।

ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!