চট্টগ্রামে এতিমখানার ছাত্রদের ঈদ উপহার দিলেন আ জ ম নাছির

চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেছেন, ‘সর্বশ্রেষ্ঠ নবী হযরত মুহাম্মদ (সা.) এতিম সন্তান ছিলেন। এতিমদের দোয়া আল্লাহতা’লা সবার আগে কবুল করেন। তাই এতিম শিশুদেরকে ভালবাসলে, মহব্বত করলে আল্লাহতা’লা খুশি হন। পবিত্র এই রমজান মাসে এতিম শিশুদেরকে ঈদ উপহার প্রদানের এই কর্মসূচি নিঃসন্দেহে প্রশংসনীয়। সমাজের বিত্তবান শ্রেণিকে এতিম শিশুদেরকে কল্যাণে কাজ করতে হবে।’

সোমবার (২৫ এপ্রিল) সন্ধ্যায় চট্টগ্রাম নগরীর আল ফালাহ গলি হাউজিং সোসাইটিতে স্থানীয় একটি এতিমখানায় ১৩৫ ছাত্র ও ২২ জন শিক্ষককে ঈদ উপহার দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে তিনি একথা বলেন। শহীদ মাহফুজ স্মৃতি সংসদের উদ্যোগে চট্টগ্রাম মহানগর আওয়ামী যুবলীগ নেতা ওয়াহিদুল আলম শিমুলের ব্যবস্থাপনায় এই আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ওয়াহিদুল আলম শিমুল ও সঞ্চালনা করেন শফিকুর রহমান তাপস এবং ডা. বাবর চৌধুরী।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি আলী আব্বাস, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের উপদেষ্টা ও কেন্দ্রীয় শ্রমিক লীগের সহসভাপতি শফর আলী।

উপস্থিত ছিলেন নগর আওয়ামী লীগ সদস্য মো. বেলাল আহমেদ, সৈয়দ আমিনুল হক, প্যানেল মেয়র মো. গিয়াস উদ্দিন, মো. মোরশেদুল আলম, কেন্দ্রীয় যুবলীগের সাবেক সদস্য আব্দুল মান্নান ফেরদৌস, চট্টগ্রাম মহানগর আওয়ামী যুবলীগ সদস্য সাখাওয়াত হোসেন সাকু, নঈম উদ্দিন খান, মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি আব্দুর রশিদ লোকমান, মিনহাজুল আবেদীন সায়েম, মহানগর আওয়ামী যুবলীগ সদস্য মঈনুল ইসলাম রাজু, জাবেদ হোসেন খান, আওয়ামী লীগ নেতা এসএম খালেদ বাবলু, মহানগর আওয়ামী মৎস্যজীবী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহেদ হায়দার খান, মহানগর আওয়ামী যুবলীগ নেতা জাকারুল হাসান মিঠু।

আরও উপস্থিত ছিলেন আবদুল্লাহ আল মাসুদ হিরু, জসিম উদ্দিন মিঠুন, এএইচ চৌধুরী রিপন, ফ্রান্সিস রড্রিক্স বাপ্পি, শফিকুল ইসলাম, চট্টগ্রাম মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ যুগ্ম-সম্পাদক আবদুল্লাহ আল মামুন, সাংগঠনিক সম্পাদক মাসুদ খান, মহানগর আওয়ামী যুবলীগ নেতা কামরুজ্জামান কামরুল, মুকছুদ আলী, জাওইদ আলী, মিথুন মল্লিক, মাকসুদুর রহমান মাসুদ, আলাউদ্দিন আলো, জাফর আল তানিয়ার, কমল বড়ুয়া, মোহাম্মদ হোসেন, সাইফুদ্দিন খালেদ বাবু, সজিব আনোয়ার ইভান, দিবাকর দাশ, আরশাদুর রহমান, শামীম হাবিব রুবেল, মোহাম্মদ মনসুর, রাশেদুল করিম, সাব্বির চৌধুরী।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!