ঋণগ্রস্ত যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার সীতাকুণ্ডে

চট্টগ্রামের সীতাকুণ্ডের মরাদপুরে গাছের ডালে ঝুলন্ত অবস্থায় এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (২২ মার্চ) মুরাদপুর ইউনিয়নের গোলাবাড়িয়া গ্রাম থেকে ওই যুবকের মৃতদেহ উদ্ধার করা হয়।

নিহত যুবকের নাম মো. হাসান (৪০)। তিনি পেশায় ব্যবসায়ী ছিলেন এবং বিভিন্ন প্রতিষ্ঠান থেকে ঋণগ্রস্ত ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার মুরাদপুর ইউনিয়নের গোলাবাড়িয়া গ্রামের বাসিন্দা ক্ষুদ্র ব্যবসায়ী মো. হাসান ফজরের নামাজ পড়তে মসজিদে যাওয়ার উদ্দেশ্যে ঘর থেকে বের হন । এরপর সকালে বাড়ির পেছনের পুকুর পাড়ে গাছের ডালে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ দেখতে পায় স্থানীয় লোকজন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে হাসানের মরদেহ উদ্ধার করেন।

স্থানীয়রা আরও জানান, দুই সন্তানের জনক হাসান বিভিন্ন প্রতিষ্ঠান থেকে ঋণ নিয়ে ভ্যানে করে দোকানে দোকানে বিভিন্ন পণ্য বিক্রি করতেন। পরে তিনি অতিরিক্ত ঋণে জর্জরিত হয়ে পড়েন। এ কারণে তিনি হয়তো আত্মহত্যা করতে পারেন।

হাসান পৌরসভার মহাদেবপুর গ্রাম থেকে বিয়ে করেন। মৃত্যুর আগের দিন তিনি তার স্ত্রী-সন্তানদের নিয়ে শ্বশুর বাড়ি থেকে ঘুরে আসেন।

এ বিষয়ে সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, আমরা জানতে পেরেছি ক্ষুদ্র ব্যবসায়ী মো. হাসান অতিরিক্ত ঋণগ্রস্ত ছিলেন।। তবে কেউ ঋণ পরিশোধ করার জন্য চাপ দিয়েছে কিনা তা তদন্ত করা হচ্ছে। তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!