সন্ত্রাসী দুই গ্রুপের বন্দুকযুদ্ধে রাঙামাটিতে ৩ জনের মৃত্যু

রাঙামাটির রাজস্থলীতে সন্ত্রাসী দলের দু’পক্ষের বন্দুকযুদ্ধে ৩ জন নিহত হয়েছে। নিহতরা সবাই মগ পার্টির সদস্য বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

মঙ্গলবার (২২ মার্চ) সকাল ৯টার দিকে রাঙামাটির রাজস্থলী উপজেলার পাইতংপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে আরও জানা যায়, রাতে টহল শেষ করে সকালে পাইতংপাড়া এলাকায় নিজেদের আস্তানায় ফিরছিল মগ পার্টির সদস্যরা। এ সময় পাহাড়ে লুকিয়ে অবস্থান করা সশস্ত্র সন্ত্রাসীরা মগ পার্টি সদস্যদের লক্ষ্য করে গুলি ছুড়ে। এতে ঘটনাস্থলে ৩ জন নিহত হন।

এছাড়া নিহতদের একজন বান্দরবানের ক্যাচিংপাড়ার বাসিন্দা বলে জানা গেছে।

তবে এ হামলার দায় কেউ স্বীকার করেনি। অন্যদিকে নিহতদের ব্যাপারে মগ পার্টির পক্ষ থেকেও কোনো বক্তব্য পাওয়া যায়নি।

রাঙামাটির অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদা বেগম বলেন, এলাকাটি দুর্গম হওয়ায় ঘটনাস্থলে এখনো পুলিশ পৌঁছাতে পারেনি। এ ঘটনায় কতজন হতাহত হয়েছে তাও সঠিক জানা যায়নি।

বিস্তারিত তথ্য পেলে সাংবাদিকদের জানানো হবে বলে জানান রাঙামাটির অতিরিক্ত পুলিশ সুপার।

ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!