ঈদের ঘুরোঘুরিতেও কড়াকড়ি, বন্ধ থাকবে আন্তঃজেলা বাস সার্ভিস

করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় ফলে ঈদুল ফিতরে আন্তঃজেলা যাত্রী পরিবহন বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। পাশাপাশি ঈদে এক জেলা থেকে অন্য জেলা এবং এক উপজেলা থেকে অন্য উপজেলা ঘুরোঘুরিতেও কড়াকড়ি আরোপ করা হয়েছে।

সোমবার (৪ মে) মন্ত্রিপরিষদ বিভাগের এক আদেশে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

এতে বলা হয়, ‘ঈদুল ফিতরের সরকারি ছুটিতে কেউ কর্মস্থল ত্যাগ করতে পারবেন না। ওই সময়ে আন্তঃজেলা গণপরিবহন বন্ধ থাকবে। সাধারণ ছুটির সময় এক জেলা থেকে আরেক জেলা এবং এক উপজেলা থেকে আরেক উপজেলায় জনসাধারণের চলাচল কঠোরভাবে নিয়ন্ত্রিত থাকবে। জেলা প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী এই নিয়ন্ত্রণ সতর্কভাবে বাস্তবায়ন করবে।’

জরুরি প্রয়োজন ছাড়া রাত ৮টা থেকে সকাল ৬টা পর্যন্ত কোনোভাবেই ঘরের বাইরে অবস্থান যাবে না বলেও সতর্ক করা হয়েছে ওই আদেশে।

সোমবার পর্যন্ত দেশে করোনাভাইরাস শনাক্তের সংখ্যা ১০ হাজার ছাড়িয়েছে। সংক্রমণের হার বাড়তে থাকায় সরকার ইতোমধ্যে সাধারণ ছুটির মেয়াদ ১৬ মে পর্যন্ত বাড়ানোর ঘোষণা দেয়। ঈদের কেনাকাটা সচল রাখতে সীমিত পরিসরে বিকেল ৫টা পর্যন্ত শপিংমল খোলা রাখার অনুমতিও দিচ্ছে সরকার।

এফএম/এমএফও

দেশজুড়ে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!