ইয়াবাসহ মাদক পাচারকারী তরুণী পুলিশের হাতে আটক

পুলিশের বিশেষ অভিযানে সেলিনা আক্তার নামের এক মাদক পাচারকারী তরুণীকে আটক করে লোহাগাড়া থানা পুলিশ। এসময় তার কাছ থেকে দুই হাজার ২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। ডিউটি অফিসার এসআই নাছিমা আক্তার বিষয়টি নিশ্চিত করেন।

আটককৃত সেলিনা আক্তার (২৮) কক্সবাজার জেলার চকরিয়া থানার আজিজনগরের ৫ নম্বর ওয়ার্ড পশ্চিম পাড়ার নজির আহাম্মদের মেয়ে এবং টেকনাফ লম্বরি ৩নম্বর ওয়ার্ডের আব্দুল্লাহ স্ত্রী ।

থানা সুত্রে জানা যায়, ৮ ফেব্রুয়ারি সন্ধ্যায় উপপরিদর্শক (এসআই) দুলাল বাড়ৈ ফোর্সদের নিয়ে লোহাগাড়া থানাধীন চুনতি রেঞ্জ কর্মকর্তার কার্যালয়ের সামনে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের উপর অভিযান চালিয়ে মাদকপাচারকারী সেলিনা আক্তারকে আটক করে। এ সময় তার কাছ থেকে দুই হাজার ২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকের হোসাইন মাহমুদ জানান, ‘লোহাগাড়া থানা পুলিশের নিয়মিত অভিযানে দুই হাজার ২০ পিস ইয়াবাসহ সেলিনা আক্তার নামের এক মাদক পাচারকারীকে আটক করি। সে মাদক পাচারকারী চক্রের সদস্য বলে জানা যায়। আসামীকে যথাযথ নিয়ম মেনে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।’

এমএহক

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!