আনোয়ারায় বাসি পণ্য বিক্রির দায়ে বেকারির জরিমানা ৩০ হাজার

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বটতলী রুস্তমহাট এলাকায় মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি ও ভেজালবিরোধী অভিযান চালিয়ে অলেখ বেকারিকে ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (২৯ আগস্ট) বিকালে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কমিশনার (ভূমি) সাইদুজ্জামান চৌধুরী এ অভিযান পরিচালনা করেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কমিশনার (ভূমি) সাইদুজ্জামান চৌধুরী বলেন, ওই বেকারিতে খাদ্য তৈরি হচ্ছিল নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে। অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাদ্যদ্রব্য উৎপাদন, মেয়াদোত্তীর্ণ ও বিক্রি অযোগ্য পণ্যগুলো জব্দ করে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া ইউনিয়ন ভূমি অফিসের প্রধান ফটকের সামনে গড়ে উঠা অবৈধ স্থাপনাগুলো উচ্ছেদ করা হয়েছে।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!