আগোরা-মীনা বাজারকে জরিমানা

আগোরা-মীনা বাজারকে জরিমানা 1

বিশেষ প্রতিনিধি : নগরীর মিমি সুপার মার্কেট সংলগ্ন আগোরা সুপার সপ এবং মীনা বাজারকে ৩ লাখ ১৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত ।
সিটি কর্পোরেশনের স্পেশাল ম্যাজিস্ট্রেট জাহানারা ফেরদৌস আজ সোমবার দুপুরে এ অভিযান চালান।
অভিযানে নগরীর প্রবর্তক মোড় আফমি প্লাজায় অবস্থিত আগোরা সুপার সপ উপস্থিত হয়ে পরীক্ষা করে তাপসী মাছ, বাতাসী মাছ ও স্টার বাইন মাছে ফরমালিন সনাক্তকরণ, রোগাক্রান্ত পঁচা মাছ, কাটা সবজি বিক্রয় ও মোড়কের গায়ে সংশ্লিষ্ট পণ্যের ওজন ও মূল্যতালিকার মেয়াদ না থাকায় আগোরা সুপার সপ এর মো. সরওয়ার আজমকে ৩ লক্ষ ৫ হাজার টাকা এবং দুই নম্বর গেইটে মিনা বাজারে মেয়াদবিহীন লেভেল সবজি প্যাকেট জাত, ষ্টোরে নোংরা ও দুর্গন্ধ পরিবেশের দায়ে প্রতিষ্ঠানের কর্মকরর্তা দেবাশীষ লোথকে ১০ হাজার টাকা এর দেবাশীষ লোথকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানকালে স্যানিটারী ইন্সপেক্টর, স্বাস্থ্য পরিদর্শক ও কর্পোরেশন পরিচালিত আধুনিক খাদ্য পরীক্ষাগারের রসায়নবিদরা সহ সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারীগণ ও সিএমপি পুলিশ ম্যাজিস্ট্রেটকে সহায়তা করেন।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!