৩৮ বছর জ্ঞানের আলো বিলিয়ে অবসরে গেলেন শিক্ষক

একই বিদ্যালয়ে কাটিয়েছেন জীবনের সুদীর্ঘ ৩৮ বছর। এ দীর্ঘ সময়ে জ্ঞানের আলো বিলিয়ে দিয়েছেন হাজার হাজার শিক্ষার্থীদের মাঝে। প্রবীণ শিক্ষক দেলোয়ার হোসেন খান ১৯৮২ সালে চট্টগ্রামের শেরশাহ কলোনি ডা. মজহারুল হক হাই স্কু‌লে কর্মময় জীবন শুরু করেন। ৩০ জুন দীর্ঘ কর্মময় জীব‌ন থে‌কে এ শিক্ষক অবসর গ্রহণ করেছেন।

বৃহস্পতিবার (১১ জুলাই) সকাল সাড়ে ১১টায় বিদ্যালয়ের অডিটোরিয়াম হলে প্রবীণ শিক্ষক দেলোয়ার হোসেন খানের অবসর উপলক্ষে বিদায় অনুষ্ঠা‌নে উপস্থিত ছিলেন প্রধান অতিথি ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক একেএম ইমদাদুল আনোয়ার চৌধুরী।

প্রবীণ শিক্ষক দেলোয়ার হোসেন খানের অবসর উপলক্ষে বিদায় অনুষ্ঠা‌নে
প্রবীণ শিক্ষক দেলোয়ার হোসেন খানের অবসর উপলক্ষে বিদায় অনুষ্ঠা‌নে

বিদায়ী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধান শিক্ষক একেএম ইমদাদুল আনোয়ার চৌধুরী বলেন, ‘দীর্ঘসময় তিনি এ বিদ্যালয়ের সুখে দুখে আমাদের পাশে ছিলেন। আমরা কখনো তাঁর অবদান অস্বীকার কর‍তে পারবো না।’

কর্মময় জীবনের স্মৃতিচারণ করতে গিয়ে প্রবীণ শিক্ষক মঈন উদ্দিন আবেগাপ্লুত হয়ে বলেন, ‘একসাথেই অনেকগুলো বছর আমাদের পথচলা ছিল। অনেকেই জীবনে সুপ্রতিষ্ঠিত হয়েছে তাঁর সুচিন্তিত দিক নির্দেশনায়।অবসর জীবন যেন ভালো কাটে সেই কামনা করি।’

অনুষ্ঠানে বক্তব্য রাখেন সিনিয়র শিক্ষক মনতোষ মজুমদার, সিনিয়র শিক্ষক মো.মঈন উদ্দিন, সিনিয়র শিক্ষক সৈয়দ আমিনুল ইসলাম, সিনিয়র শিক্ষক নুরুল মোমেন,সিনিয়র শিক্ষক মাওলানা মনজুর আলমসহ অন্যান্য শিক্ষক শিক্ষিকা, বিদ্যালয় পরিচালনা পরিষদের সদস্যবৃন্দ, অভিভাবকমন্ডলী এবং প্রাক্তন ও বর্তমান ছাত্র‌-ছাত্রী‌রা।

শ্রদ্ধা ও ভালবাসায় সিক্ত সদ্য বিদায়ী প্রবীণ শিক্ষক দে‌লোয়ার হো‌সেন খান বলেন, ‘জীবনের সুদীর্ঘ একটা সময় এ বিদ্যালয়ের সাথে কাটিয়েছি। অনেক শিক্ষার্থী এ হাত ধরে আলো ছড়িয়ে। তাই সকলের ভালোবাসা ছেড়ে যেতে খারাপ লাগছে।’

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!