চট্টগ্রামের আনোয়ারা উপজেলার চাতরী চৌমুহনী বাজারে সামুদ্রিক রুপচাঁদা বলে নিষিদ্ধ পিরানহা বিক্রি করছিলেন এক মাছ বিক্রেতা। এমন খবরে অভিযান চালিয়ে ৩০ কেজি পিরানহা মাছ জব্দ করে উপজেলা মৎস্য অফিস। তবে মাছ বিক্রেতাকে আটক করা সম্ভব হয়নি। অভিযানের বিষয়ে টের পেয়ে আগেভাগে গা ঢাকা দেয় বিক্রেতা।
রোববার (৫ জুলাই) বিকালে উপজেলা সিনিয়র মৎস্য অফিসার ম. রাশেদুল হকের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইনের আওতায় এ অভিযান চালানো হয়। পরে উদ্ধারকৃত ৩০ কেজি নিষিদ্ধ পিরানহা মাটিচাপা দিয়ে নষ্ট করা হয়।
উপজেলা সিনিয়র মৎস্য অফিসার ম. রাশেদুল হকের বলেন, পিরানহা মাছ স্বাস্থ্যের ক্ষতিকর। তাই এ মাছ বাজারজাতকরণে নিষেধ রয়েছে। তবুও কিছু অসাধু ব্যবসায়ী এ মাছ বিক্রির চেষ্টা করছে। খবর পেয়ে অভিযান চালিয়ে ৩০ কেজি পিরানহা মাছ জব্দ করে মাটিচাপা দিয়ে নস্ট করা হয়েছে।
তিনি বলেন, এ মাছগুলো কে বা কারা এনেছে তা জানা যায়নি। ধারণা করা হচ্ছে অভিযানের বিষয়টি টের পেয়ে মাছ বিক্রেতা মাছগুলো রেখে পালিয়েছে।
এসময় উপজেলা কৃষি কর্মকর্তা হাসানুজ্জামান, জনস্বাস্থ্য প্রকৌশলী প্রিয়াংকা চাকমা, মৎস্য কর্মকর্তা এফএ জাহেদ আহমেদ, অফিস সহকারী মো. এনামুল হক উপস্থিত ছিলেন।
এসএ