রোহিঙ্গা চেয়ারম্যানের বাসায় যৌথ বাহিনীর অভিযান, অস্ত্র-গুলি উদ্ধার

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে যৌথ বাহিনী অভিযান চালিয়ে একটি দেশীয় তৈরি বন্দুকসহ ৬ রাউন্ড গুলি উদ্ধার করেছে।

শনিবার (৮ মে) গভীর রাতে উখিয়ার কুতুপালং রেজিস্টার্ড ক্যাম্পের এফ ব্লক এর রোহিঙ্গা চেয়ারম্যান মাস্টার মো. আব্দুল গনির বাসা থেকে অস্ত্রটি উদ্ধার করা হয়।

১৪ এপিবিএন এর অধিনায়ক নাঈমুল হক নিপু জানিয়েছেন, বেশ কিছু অবৈধ অস্ত্র মজুদ রাখার গোপন সংবাদের ভিত্তিতে ১৪ এপিবিএন, সেনাবাহিনী ও ৮ এপিবিএন রোহিঙ্গা চেয়ারম্যান মাস্টার মো. আব্দুল গনির বাসায় অভিযান চালায়। এ সময় একটি দেশীয় অস্ত্র এবং ৬ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।’

তিনি বলেন, ‘অভিযানকালে আব্দুল গনি বাড়িতে না থাকায় তাকে আটক করা সম্ভব হয়নি। জব্দকৃত অস্ত্র এবং গুলিসহ পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।’

কেএস

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!