আবার সিগারেটের চালান আটক হল চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে।
শুক্রবার (৮ নভেম্বর) সকাল ১০টার দিকে সংযুক্ত আরব আমিরাতের শারজা থেকে এয়ার এরাবিয়ার ফ্লাইটে আসা এক যাত্রীর কাছ থেকে ১৩৬ কার্টন সিগারেট উদ্ধার করা হয়েছে।
শারজা-চট্টগ্রাম-শারজাহ রুটে এয়ার এরাবিয়ার জি ৯-৫২৮ ফ্লাইটের মো. আবু আল হাসান নামের ওই যাত্রীর ব্যাগেজ থেকে সিগারেটগুলো উদ্ধার করে এনএসআইয়ের কর্মকর্তারা। তার গ্রামের বাড়ি চট্টগ্রামের রাউজান উপজেলায়।
এনএসআইয়ের উপ পরিচালক মো. সৈকত জানান, গোপন তথ্যে সন্দেহজনক ওই যাত্রীর ব্যাগেজ তল্লাশি করে ১৩৬ কার্টন ডানহিল ব্রান্ডের সিগারেট পাওয়া গেছে।
আটক যাত্রী ও সিগারেট বিমানবন্দর কাস্টমসকে হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।
এর আগে গত ১১ অক্টোবর শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে এয়ার এরাবিয়ার এক যাত্রীর কাছ থেকে ২৯৫ কার্টন অবৈধ বিদেশি সিগারেট আটক করেছিল শুল্ক গোয়েন্দার একটি দল।
সিপি