চেক প্রতারণার মামলায় কামরুজ্জামান রনি নামে এক আসামিকে কারাগারে পাঠিয়েছে চট্টগ্রামের কোতোয়ালী থানা পুলিশ। রনির বিরুদ্ধে দুটি চেক প্রতারণার অভিযোগে সাজা পরোয়ানা ছিল।
তার বিরুদ্ধে এনআই অ্যাক্টের দুটি মামলায় আদালত সাজার আদেশ দিয়েছেন বলে জানা গেছে।
কামরুজ্জামান রনি নগরীর জামালখানের আম্বিয়া শিরিন ভবনের ‘চট্টলা২৪’ নামের একটি অনলাইন পোর্টালে কাজ করেন। মোহাম্মদ হাসান নামের এক ব্যক্তি এই পোর্টালের চেয়ারম্যান।
শনিবার (১৭ অক্টোবর) বিকেলে নগরীর ভিআইপি টাওয়ার থেকে কোতোয়ালী থানা পুলিশ তাকে গ্রেফতার করে।
বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ মহসীন চট্টগ্রাম প্রতিদিনকে জানান, ‘কামরুজ্জামান রনির বিরুদ্ধে এন আই এক্টে দুটি মামলায় আদালত সাজার আদেশ দিয়েছেন। তাকে আমরা সাজা পরোয়ানা আমলে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করি। আদালত তাকে কারাগারে প্রেরণের আদেশ দেন।’
সিপি
এটা ভুয়া মামলা ও একটা ভুয়া নিউজ।
মিথ্যা মামলা ও হলুদ সাংবাদিকের ভুয়া নিউজ। তিব্র নিন্দা জানাই এসব ভুয়া নিউজের বিরুদ্ধে।
দেখুন আমরা ঐদিন আদালতে ছিলাম। মামলার বাদী ও উপস্থিত ছিল। বাড়ি থেকে বিজ্ঞ বিচারক গ্রহণ জবানবন্দি নিল। সশরীরে উপস্থিত থেকে বলেছেন যে আমি টাকা বুঝে পেয়েছি আরো বেশি পেয়েছি। এক্ষেত্রেও আন্ডারওয়ার্ল্ড সম্বন্ধে আমি কিছুই জানিনা সাজা সম্পর্কে আমি কিছুই জানিনা। সে ক্ষেত্রে আমি মনে করি বা দীর্ঘ সমান শাস্তি হওয়া দরকার। কানুনে মামলার বাইরে গিয়ে কেন লেনদেন করেছে। একটা মানুষ কিভাবে লেনদেন করতে পারে না হলে কোর্ট নতুবা হামলা-মামলা প্রত্যাহার করে। ও নিজে। উনি নিজে মামলাপ্রত্যাহার করে নেওয়া উচিত। কারণ উনি তো ঢাকায় পাইনা। তাহলে তাহলে তার বিরুদ্ধে জুডিশিয়ালী কমপ্লেন দেওয়া দরকার। একটা মানুষকে হেনস্থা করা আর তার ব্যক্তি ইমেজের উপর আঘাত হানা দুটি তার মানবাধিকার লঙ্গন।