কক্সবাজার সৈকত রণক্ষেত্র দখলদার-পুলিশ সংঘর্ষে, সাংবাদিকসহ আহত ১০

চট্টগ্রাম প্রতিদিনের প্রতিনিধিকে হাসপাতালে ভর্তি

উচ্চ আদালতের নির্দেশনা অনুসারে কক্সবাজার সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্টে ৫২টি অবৈধ স্থাপনা উচ্ছেদে গিয়ে দখলদারদের সঙ্গে পুলিশের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে চট্টগ্রাম প্রতিদিনের টেকনাফ প্রতিনিধি নুরুল করিম রাসেলসহ অন্তত ১০ জন আহত হয়েছেন।

শনিবার (১৭ অক্টোবর) বিকাল সাড়ে তিনটায় বুলডোজার দিয়ে স্থাপনাগুলো গুড়িয়ে দেওয়ার সময় এই ঘটনা ঘটে।

আহত সাংবাদিক রাসেলকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হয়েছে। তবে আহত অন্যদের নামপরিচয় জানা যায়নি।

কক্সবাজার জেলা প্রশাসন ও কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ যৌথ অভিযান পরিচালনা করে।অভিযানে নেতৃত্ব দেন কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের সচিব আবু জাফর রাশেদ, কক্সবাজার সদরের সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ শাহরিয়ার মোক্তার ও কক্সবাজার সদর মডেল থানার ওসি শেখ মুনির উল গীয়াস। তবে অভিযানে গিয়ে ৫২ জনের দখলদার সিন্ডিকেটের প্রতিবন্ধকতার সম্মুখীন হয় প্রশাসনের যৌথ টিম। দলদারদের বিক্ষোভ থামাতে অর্ধশত ফাঁকা গুলি, রাবার বুলেট ও টিয়ারশেল ছুঁড়ে পুলিশ। এই রিপোর্ট লেখা পর্যন্ত (বিকাল সাড়ে চারটা) উচ্ছেদ অভিযান অব্যাহত আছে।

এএইচ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!