তিন পার্বত্য জেলায় বেড়েছে পাসের হার

চট্টগ্রাম শিক্ষাবোর্ডের অধীনে ২০২০ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় তিন পার্বত্য জেলায় পাসের হার বেড়েছে। প্রতিবছর খাগড়াছড়ি, বান্দরবান, রাঙ্গামাটি জেলায় পাসের হার কম থাকায় বোর্ডের মোট পাসের হারে তারতম্য ঘটে। তিন পার্বত্য জেলার ফলাফল ভাল হওয়ায় চট্টগ্রাম বোর্ডের পাসের হারেও পড়েছে ইতিবাচক প্রভাব।

চট্টগ্রাম শিক্ষা বোর্ড সুত্রে জানা যায়, এবার পার্বত্য চট্টগ্রামের খাগড়াছড়িতে পাসের হার ৬৮ দশমিক ৫৭ শতাংশ, যা গত বছর ছিল ৫৬ দশমিক ৪৬ শতাংশ।

বান্দরবানে এবার পাসের হার ৭৩ দশমিক ২৮ শতাংশ, যা গত বছর ছিল ৬৫ দশমিক ৩৬ শতাংশ।

রাঙ্গামাটিতে এবার পাসের হার ৭৮ দশমিক ৬৪ শতাংশ, যা গত বছর ছিল ৬৮ দশমিক ৭৫ শতাংশ।

তিন পার্বত্য জেলার মধ্যে এ বছর রাঙ্গামাটি জেলায় পাসের হার বেশী।

রোববার (৩১ মে) দুপুরে প্রকাশিত এসএসসি’র ফলাফলের প্রতিবেদন থেকে এসব তথ্য জানা যায়।

প্রসঙ্গত এবার চট্টগ্রাম শিক্ষাবোর্ডের অধীনে ১৯৬টি কেন্দ্রে ১ হাজার ৪৮টি প্রতিষ্ঠানের মোট ১ লাখ ৪৪ হাজার ৯৬ জন পরীক্ষার্থী এ পরীক্ষায় অংশ নেয়। যা গতবারের চেয়ে ৫ হাজার ৭৭৭ জন কম।
এর মধ্যে পাস করেছে ১ লাখ ২১ হাজার ৮৮৮ জন শিক্ষার্থী। সব মিলিয়ে গত বছরের তুলনায় পাসের হার এবং জিপিএ ৫ দুটোই বেশি। গত বছর যা ছিল ৭৮ দশমিক ১১ শতাংশ।

এএস/এমএফও

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!