চট্টগ্রামে ট্রেনে কাটা পড়ার কারণ উঠে এলো ক্যামেরায়
সাম্প্রতিক সময়ে উদ্বেগজনকভাবে চট্টগ্রামে ট্রেনে কাটা পড়ে মৃত্যুর ঘটনা বাড়ছে। এজন্য পথচারীর অসচেতনতা ও লাইনম্যানদের দায়সারা আচরণ অনেকটাই দায়ী। অভিযোগ আছে লাইনম্যানরা দায়সারাভাবে সিগন্যাল দেখিয়েই ক্ষান্ত হন ও সাধারণদের সচেতনতা বাড়াতে তেমন উদ্যোগী হন না। অন্যদিকে পথচারীরাও নিতান্তই অসাবধান হয়ে রাস্তা পার হন। ফলে বাড়ছে দুর্ঘটনা। কদমতলী সিগন্যাল থেকে ছবিগুলো তুলেছেন চট্টগ্রাম প্রতিদিনের আলোকচিত্রী কমল দাশ।