চট্টগ্রামে ট্রেনে কাটা পড়ার কারণ উঠে এলো ক্যামেরায়

সাম্প্রতিক সময়ে উদ্বেগজনকভাবে চট্টগ্রামে ট্রেনে কাটা পড়ে মৃত্যুর ঘটনা বাড়ছে। এজন্য পথচারীর অসচেতনতা ও লাইনম্যানদের দায়সারা আচরণ অনেকটাই দায়ী। অভিযোগ আছে লাইনম্যানরা দায়সারাভাবে সিগন্যাল দেখিয়েই ক্ষান্ত হন ও সাধারণদের সচেতনতা বাড়াতে তেমন উদ্যোগী হন না। অন্যদিকে পথচারীরাও নিতান্তই অসাবধান হয়ে রাস্তা পার হন। ফলে বাড়ছে দুর্ঘটনা। কদমতলী সিগন্যাল থেকে ছবিগুলো তুলেছেন চট্টগ্রাম প্রতিদিনের আলোকচিত্রী কমল দাশ।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm