রোয়াংছড়িতে নারী-শিশু উন্নয়ন বিষয়ক ওরিয়েন্টেশন

রোয়াংছড়িতে জেলা তথ্য অফিস ও উপজেলা প্রশাসন আয়োজিত শিশু ও নারী উন্নয়নের সচেতনতামূলক যোগাযোগ কার্যক্রম প্রকল্পের আওতায় দিনব্যাপী এক ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৮ মে) সকাল ১০টায় উপজেলা মিলনায়তনে অনুষ্ঠিত ওরিয়েন্টেশন কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো. মেহেদী হাসান। প্রধান অতিথি উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান চহাইমং মারমা।

বিশেষ অতিথি ছিলেন নবনির্বাচিত পুরুষ ভাইস চেয়ারম্যান আথুইমং মারমা, জেলা তথ্য অফিসার মো. কে.এম.খালিদ বিন জামান, উপজেলা স্বাস্থ্য ও মংহ্লাপ্রু মারমা, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. আবু ছালেহ সরকার, একাডেমিক সুপারভাইজার মো. নুরনবী, আনসার ও ভিডিপি কর্মকর্তা মো. তানজি আজাদ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. ময়নুল ইসলাম প্রমুখ। এছাড়াও উপজেলা প্রশাসনের সকল দফতরের কর্মকর্তারা, স্থানীয় সংবাদকর্মী ও স্কুল শিক্ষক এবং ছাত্রীরা উপস্থিত ছিলেন।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!