চবি মেডিকেল সেন্টারে হাই ফ্লো ন্যাজাল ক্যানুলা দিল সুফি মিজান ফাউন্ডেশন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) মেডিকেল সেন্টারে করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য একটি হাই ফ্লো ন্যাজাল ক্যানুলা (এইচএসএনটি) দিয়েছে সুফি মিজান ফাউন্ডেশন।

মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে চবি মেডিকেল সেন্টারে উপাচার্যের পক্ষে এ ন্যাজাল ক্যানুলা গ্রহণ করেন চবি রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর এসএম মনিরুল হাসান। মানবিক সংগঠন ‘এসো মানুষের জন্য কিছু করি’ এই উদ্যোগ গ্রহণ করে।

এ সময় উপস্থিত ছিলেন সূফি মিজান ফাউন্ডশনের প্রধান সমন্বয়কারী খোরশেদ আলী চৌধুরী, এসো মানুষের জন্য কিছু করি এর উদ্যোক্তা চবি কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক রেজাউল করিম, চিফ মেডিকেল অফিসার (ভারপ্রাপ্ত) ডা. আবু তৈয়ব, ডা. আইরিন পারভীনসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।

প্রসঙ্গত, করোনাভাইরাস সংক্রমণের শঙ্কায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বন্ধ হওয়ার পর আর্থিক সংকটে পড়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, কর্মচারীদের বিভিন্নভাবে সহযোগিতা করে আসছে এসো মানুষের জন্য কিছু করি সংগঠন।

এমআইটি/এএইচ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!