চট্টগ্রাম প্রেসক্লাবে ৪ দিনব্যাপী শারদ বাণিজ্য মেলা শুরু

চট্টগ্রাম প্রেসক্লাবের ইঞ্জিনিয়ার আব্দুল খালেক মিলনায়তনে শুরু হয়েছে ৪ দিনব্যাপী শারদ বাণিজ্য মেলা গতকাল মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭ টায় মেলা উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি করপোরেশনের জামালখান ওয়ার্ড কাউন্সিলর শৈবাল দাশ সুমন। ব্লু অ্যান্ড পিংক নামের একটি সংগঠন এই মেলা আয়োজন করেছে।

সংগঠনের এডমিন পারমিকা পাল ও সুমিত চক্রবর্তীর সার্বিক তত্ত্বাবধায়নে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নারী উদ্যোক্তা প্রিয়াংকা প্রিয়া।

রাইজিং স্টারের প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট ইলিয়াছ রিপনের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ। বিশেষ অতিথি ছিলেন সমাজ সেবক শওকত হোসেন, সীতাকুণ্ড প্রেসক্লাবের সাবেক সভাপতি সৈয়দ ফোরকান আবু, বিজয়-৭১ এর মহাসচিব জসীম উদ্দিন চৌধুরী, সাবেক বির্তাকিক ও ছাত্রনেতা মিথুন মল্লিক, মালতী পাল, বিশ্বজিৎ পাল।

সকলের জন্য উন্মুক্ত এই বাণিজ্য মেলায় চট্টগ্রামের নারী উদ্যোক্তারা দেশি-বিদেশি পোশাক, জুয়েলারি ও নিজেদের তৈরি খাবার দিয়ে স্টল সাজিয়েছেন। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত মেলা চলবে। মেলা শেষ হবে আগামী ৬ সেপ্টেম্বর রাত ১০টায়।

এমএ/এসএস

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!