কক্সবাজারের রামু উপজেলার চাকমারকুল এলাকায় অভিযান চালিয়ে বিবিএম নামের একটি ইটভাটাকে দেড় লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। দীর্ঘদিন ধরে পরিবেশের ছাড়পত্র না থাকায় এ ইটভাটাকে জরিমানা করা হয়।
রোববার (৬ সেপ্টেম্বর) দুপুরে এ অভিযান পারিচালনা করেন কক্সবাজার জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাখন চন্দ্র সূত্র ধর।
এ সময় উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তরের এনফোর্সমেন্ট টিমের পরিদর্শক মাহবুবুল ইসলাম।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মাখন চন্দ্র বলেন, চাকমারকুলের ছাড়পত্রবিহীন অবৈধ এই ইটভাটায় বনের কাঠ পুড়িয়ে পরিবেশ ধ্বংস করে ইট তৈরি করেছিল বিবিএম ব্রিকস। অবৈধ ইটভাটা পরিচালনার দায়ে তাদের দেড় লাখ টাকা জরিমানা করা হয়েছে।
এএইচ