নগরীতে ঢিলেঢালা ভাবে হরতাল পালিত

নগরীতে ঢিলেঢালা ভাবে হরতাল পালিত 1বিশেষ প্রতিবেদক : জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় আমীর মকবুল আহমেদসহ গ্রেফতারকৃত নেতাকর্মীদের মুক্তির দাবিতে সারাদেশে জামায়াতের ডাকা সকাল সন্ধ্যা হরতাল পালিত হলেও এ হরতাল তেমন প্রভাব পড়েনি বন্দর নগরী চট্টগ্রামের।

বৃহস্পতিবার সকাল থেকে নগরীতে চলেছে গণপরিবহন। অন্য দিনের তুলনায় ব্যক্তিগত গাড়ি তেমন একটা দেখা যায়নি। ভোর থেকে রাস্তায় কর্মজীবী মানুষ ছুটে গেছেন কর্মস্থলে। তবে নিত্য দিনের তুলনায় গণপরিবহন কিছুটা কম থাকায় বিভিন্ন জায়গায় নগরবাসীর ভোগান্তির খবর পাওয়া গেছে। তবে কোন অপ্রীতিকর ঘটনা ছাড়াই শেষ হয়েছে হরতাল।

খোঁজ নিয়ে জানা যায়, সকাল থেকে নির্দিষ্ট সময়ে চট্টগ্রাম ছেড়ে গেছে ট্রেন, শহর থেকে স্বল্প পরিসরে ছেড়ে যাচ্ছে দূরপাল্লার বাস। নগরীর বিভিন্ন সড়কে হরতালের অজুহাতে অতিরিক্ত ভাড়া আদায় করছে কিছু গণপরিবহন।

হরতালের আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে নগরীতে পুলিশ সতর্ক অবস্থায় রয়েছে বলে জানিয়েছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর।

তিনি বলেন, হরতালে জনজীবন স্বাভাবিক রয়েছে। সকাল থেকে কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। যে কোন পরিস্থিতি মোকাবেলায় পুলিশের সকল প্রস্তুতি রয়েছে।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!