FZS মোটরসাইকেল উদ্ধার, প্রতারক সাংবাদিক গ্রেফতার

চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামি মাজার এলাকা থেকে উদ্ধার করা হয়েছে চোরাচালানের মাধ্যমে নিয়ে আসা FZS মোটরসাইকেল। এসময় মোটর বাইকে থাকা মো: রিদওয়ানুল ইসলাম বাবু(৩৭) নামে একজনকে গ্রেফতার করে পুলিশ।

 

গ্রেফতার ব্যাক্তি নিজেকে কখনো সাংবাদিক, কখনো শিটক্ষক আবার কখনো নিজেকে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য দাবি করে আসছে। কক্সবাজার জেলার রামু উপজেলার আবু ইউসুফের ছেলে এ রিদওয়ানুল।

 

মঙ্গলবার রাত আড়াইটার দিকে বায়েজিদ বোস্তামী মাজার এলাকার ‘বায়েজিদ ক্যাফে’ নামের একটি রেস্তোরাঁর সামনে থেকে চোরাচালানের মাধ্যমে নিয়ে আসা এ মোটরবাইকটিসহ রিদওয়ানুলকে গ্রেফতার করে বায়েজিদ থানা পুলিশ।

 

বায়েজিদ থানার ওসি মোহাম্মদ মহসিন জানান, গ্রেফতার রিদওয়ানুল নিজেকে কখনো শিক্ষক, কখনো সাংবাদিক আবার কখনো আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য হিসেবে পরিচয় দিয়ে চোরাচালানের মাধ্যমে ভারত থেকে কমদামে মোটরসাইকেল কিনে কুমিল্লা সীমান্ত দিয়ে চট্টগ্রাম শহরে নিয়ে আসতো।

 

গোপন তথ্যমতে অভিযান চালিয়ে তাকে মোটর সাইকেলসহ গ্রেফতার করা হয়। এসময় তার পকেটে থাকা সিটিজি ট্রিবিউন অ্যডভাইজার পদবীর একটি সাংবাদিক কার্ড ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একটি শিক্ষক কার্ড পাওয়া যায়।

 

তার বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে থানায় মামলা দায়েরের কথা জানিয়ে ওসি বলেন তাকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে। ২৫ বি ধারার অপরাধে মৃত্যুদণ্ড অথবা যাবজ্জীবন কারাদণ্ড অথবা ১৪ বৎসর পর্যন্ত কারাদণ্ড হতে পারে বলেও জানান তিনি।

 

রিপোর্ট : রাজীব সেন প্রিন্স

এ এস / জি এম এম / আর এস পি :::

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!