এইচএসসি/ চট্টগ্রামের তিন কলেজে ১০০ ভাগ পাস

চট্টগ্রাম শিক্ষাবোর্ডের অধীনে অংশ নেওয়া ২৬০টি কলেজের মধ্যে শতভাগ পাস করেছে মাত্র তিনটি কলেজ।

শতভাগ পাস করে প্রথম স্থানে আছে হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ। পরীক্ষায় অংশ নিয়েছে ১৮৯ জন শিক্ষার্থী। দ্বিতীয় স্থানে আছে বান্দরবানের লামার কোয়ান্টাম কসমো হাই স্কুল। পরীক্ষায় অংশ নিয়েছে ৭৫ জন। জিপিএ ৫ পেয়েছে ৯ জন। তৃতীয় অবস্থানে থাকা ফৌজদারহাট ক্যাডেট কলেজ থেকে পরীক্ষায় অংশ নিয়েছে ৪৮ জন এবং সকলেই (৪৮) জিপিএ ৫ পেয়েছে।

উল্লেখ্য, এ বছর চট্টগ্রাম শিক্ষাবোর্ডে পাসের হার ৬২.১৯ শতাংশ। গত বছর পাসের হার ছিলো ৬২.৭৩ শতাংশ। যা গত বছরের তুলনায় ৪ শতাংশ কম।

এসআর/সিপি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!