এইচএসসি/ চট্টগ্রাম মহানগরের চেয়ে পিছিয়ে পার্বত্য জেলা

২০১৯ সালের চট্টগ্রাম শিক্ষাবোর্ডের অধীনে অনুষ্ঠিত উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় এ বছর অংশ নিয়েছে ৯৮ হাজার ৯২৬ জন। যার মধ্যে পাস করেছে ৬১ হাজার ৫২৩ জন। এদিকে চট্টগ্রাম মহানগরীর তুলনায় পিছিয়ে পড়েছে পার্বত্য জেলার কলেজগুলো।

বৃহত্তর চট্টগ্রাম জেলাগুলোর মধ্যে সবচেয়ে খারাপ ফল হয়েছে রাঙামাটিতে। সেখানে পাসের হার ৪৫.৫০ শতাংশ। খাগড়াছড়ি জেলায় পাসের হার ৪৯.৯৩ শতাংশ। বান্দরবান জেলায় পাসের হার ৫৯.৭১ শতাংশ এবং কক্সবাজার জেলায় পাসের হার ৫৪.৩৯ শতাংশ।

আবার জিপিএ ৫ প্রাপ্তির ক্ষেত্রেও পিছিয়ে আছে মহানগরের বাইরের কলেজগুলো। মোট জিপিএ ৫ পেয়েছে ২৮৬০ জন যার মধ্যে ২৫১৯ জনই মহানগরের। অর্থাৎ ৮৮ শতাংশ হচ্ছে মহানগরের। বাকি ২৪১ জন মহানগরের বাইরের। এর মাঝে কক্সবাজারে জিপিএ ৫ পেয়েছে ৫৬ জন। বান্দরবানে পেয়েছে ২১ জন। খাগড়াছড়িতে পেয়েছে ১৫ জন এবং রাঙামাটিতে ৮ জন।

পরীক্ষা নিয়ন্ত্রক মাহবুব হাসান বলেন, ‘পাহাড়ের জেলাগুলো অনেকটাই পিছিয়ে আছে শহরের তুলনায়। অবশ্য এর অনেক কারণও রয়েছে। সমতলের চেয়ে সেখানে সুযোগ সুবিধা কম তাছাড়া শিক্ষা প্রতিষ্ঠানগুলোতেও মানসম্মত শিক্ষার অভাব রয়েছে।’

চট্টগ্রাম মহানগরে পাসের হার ৭৫.৩২ শতাংশ। মহানগর বাদে চট্টগ্রাম জেলায় পাসের হার ৫৫.৬১ শতাংশ।

এসআর/সিপি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!