আনন্দ উৎসবে বর্ষবরণ

বাংলা নববর্ষকে বরণে নানা আয়োজনে চলছে। উৎসবের রঙ্গে রেঙ্গেছে পুরো চট্টগ্রাম। সূর্য উদিত হওয়ার সাথেই নানা উৎসবে মেতে উঠেছে নগরবাসী। চট্টগ্রাম জেলা প্রশাসন, সিটি কর্পোরেশন সহ বিভিন্ন সংগঠন আলাদা আলাদভাবে আয়োজন করছে বর্ষবরণের অনুষ্ঠানমালা।

রবিবার ১৪ এপ্রিল সকাল ৯ টায় চট্টগ্রাম সার্কিট হাউস প্রাঙ্গণ থেকে মঙ্গল শোভাযাত্রার উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার আব্দুল মান্নান।
শোভাযাত্রায় নগরীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান সামাজিক সংগঠনসহ সর্বস্তরের শ্রেণী-পেশার মানুষ অংশ নেয়।

এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস হোসেন, চট্টগ্রামের পুলিশ সুপার নুরে আলম মিনা সহ বিভাগীয় ও জেলা প্রশাসনের উর্ধ্বতন বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ।

মঙ্গল শোভাযাত্রা চট্টগ্রামের সার্কিট হাউস প্রাঙ্গণ থেকে শুরু হয়ে জেলা শিল্পকলা একাডেমিতে গিয়ে শেষ হয়।

জেলা প্রশাসনের পাশাপাশি বিভিন্ন সামাজিক সংগঠনের উদ্যোগে নগরীর বিভিন্ন স্থানে পালিত হচ্ছে বৈশাখের অনুষ্ঠানমালা। চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়ামের জিমনেশিয়াম মাঠে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উদ্যোগে পালন করা হচ্ছে বৈশাখের বিশেষ অনুষ্ঠান

চট্টগ্রামের সিআরবি, ডিসি হিল এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের উদ্যোগে পালিত হচ্ছে আলাদা আলাদা কর্মসূচি।

দিনের বিশেষ উল্লেখযোগ্য কর্মসূচি হচ্ছে সিআরবিতে শাহাবুদ্দিনের বলি খেলা।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!