দেড় কোটি টাকার সরকারি সম্পত্তি অবৈধ দখললমুক্ত

প্রতিদিন ডেক্স ::: চট্টগ্রামে প্রায় দেড় কোটি টাকার সরকারি সম্পত্তি অবৈধ দখলদারের হাত থেকে দখলমুক্ত করেছে চট্টগ্রাম জেলা প্রশাসন। বৃহস্পতিবার সকাল ১০ টা থেকে ১ টা পর্যন্ত নগরীর কোতোয়ালী থানা এলাকায় অভিযান পরিচালনা করে সরকারি ভুমিটি দখলমুক্ত করা হয়।

38

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রুহুল আমিনের নের্তৃত্বে এবং নগর পুলিশের সহায়তায় অবৈধ দখলদার উচ্ছেদ অভিযান
পরিচালনা করা হয়।

উচ্ছেদ অভিযানে নের্তৃত্বদানকারী জেলা প্রসাশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রুহুল আমিন জানান, দীর্ঘ দশ বছর ধরে আব্দুর রব নামে এক ব্যাক্তি রহমতগঞ্জ মৌজার জেলা সমাজ সেবা কার্যালয়ের নিকট ইজারাকৃত আর এস ২০৬ নং খতিয়ানের আর এস ৭৭০ নং দাগের  অনুরুপ বি এস  ৩৬৭ নং খতিয়ানের .০৪০৩ একর সরকারি জমি দখল করে রেখেছিলেন।

33

সংশ্লিষ্ঠ দখলদারকে বার বার নোটিশ দেয়া হলেও তারা সরকারি সম্পত্তির দখল ছেড়ে দেননি। আজ অবৈধ দখলদার উচ্ছেদ অভিযান পরিচালনা করে তাদেরকে উচ্ছেদ করা হয়। উচ্ছেদকৃত সম্পত্তির আনুমানিক বাজারমূল্য দেড় কোটি টাকা বলে জানিয়েছেন তিনি।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!