৯০ বছরের মাকে পিটিয়ে বের করে দিল ছেলে

৯০ বছর বয়সী বৃদ্ধা মাকে পিটিয়ে ঘর থেকে বের করে দেয় ছেলে। ঘটনা শুনে পুলিশ গিয়ে ওই বৃদ্ধা মাকে আবার ঘরে তুলে দিয়ে এসেছে। পুলিশের পক্ষ থেকে একমাসের ওষুধ ছাড়াও তাকে দেওয়া হয়েছে খাবার।

জানা গেছে, মঙ্গলবার (১২ অক্টোবর) দুপুরে চট্টগ্রামের সীতাকুণ্ডের পৌরসভার ১নং ওয়ার্ডের উত্তর এয়াকুবনগর গ্রামের জরিফা খাতুনকে (৯০) তার ছেলে জসিম উদ্দীন মারধর করে ঘর থেকে বের করে দেন। জরিফা খাতুনের স্বামী নুরুল আলম মারা গেছেন অনেক আগেই।

ঘটনার কথা শুনে সীতাকুণ্ড সার্কেলের অতিরিক্ত এসপি শম্পা রানী সাহা সীতাকুণ্ড মডেল থানার দ্বিতীয় কর্মকর্তা রাশেদুজ্জামান রাশেদ, এসআই আবুল বাশার ঘটনাস্থলে গিয়ে ওই বৃদ্ধা নারীকে ঘরে তুলে দেন।

এ সময় ছেলেকে পাওয়া না গেলেও ছেলের বৌকে পেয়ে পুলিশ শাশুড়িকে যত্ন নেওয়ার কথা বলে দিয়েছে।

বুধবার (১২ অক্টোবর) দুপুর ১টায় অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) শম্পা রানী সাহা ওই বৃদ্ধাকে দেখতে গিয়ে তার হাতে ওষুধ ও খাবার তুলে দেন। পরবর্তীতে বৃদ্ধা মাকে নির্যাতনের অভিযোগ পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানিয়েছেন।

সিপি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!