৭৩৫ কেন্দ্রে ভোট দিবেন ১৯ লাখ ৫১ হাজার ৫২ জন ভোটার

চট্টগ্রাম সিটি নির্বাচন

চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে ভোট কেন্দ্র ও ভোটার তালিকা চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন। আগামী ২৯ মার্চ অনুষ্ঠেয় নির্বাচনে মোট ১৯ লাখ ৫১ হাজার ৫২ জন ভোটার ৭৩৫টি কেন্দ্রে ভোটাধিকার প্রয়োগে করবেন। এবার নগরীতে হালনাগাদ তালিকায় ভোটার বেড়েছে ৮৫ হাজার ৮৪ জন।

নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, সিটি করপোরেশন নির্বাচনে মোট ভোটার সংখ্যা ১৯ লাখ ৫১ হাজার ৫২ জন। এর মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা ৯ লাখ ৯৮ হাজার ৭২৩ জন এবং মহিলা ভোটার সংখ্যা ৯ লাখ ৫২ হাজার ৩২৯ জন। মোট ভোটকেন্দ্রের সংখ্যা ৭৩৫টি।

নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, ইসির বিভক্ত নগরীর ৬টি থানার আওতাধীন এই এলাকায় মোট ভোটারের সংখ্যা ১৯ লাখ ৫১ হাজার ৫২ জন। এর মধ্যে পাঁচলাইশ থানা এলাকায় ৩ লাখ ৪৭ হাজার ৮১১ জন, চান্দগাঁও থানা এলাকায় ৩ লাখ ১২ হাজার ৯১৮ জন, কোতোয়ালী থানা এলাকায় ২ লাখ ৪৬ হাজার ৫৯৮ জন, ডবলমুরিং থানা এলাকায় ৪ লাখ ১৭ হাজার ৫২৬ জন, পাহাড়তলী থানা এলাকায় ২ লাখ ৬১ হাজার ১৯০ জন এবং বন্দর থানা এলাকায় ভোটার রয়েছে ৩ লাখ ৬৪ হাজার ৯৪৬ জন।

এবার সিটি নির্বাচনে ৭৩৫ ভোট কেন্দ্রে মোট ভোটকক্ষের সংখ্যা ৪ হাজার ৮৮৬টি। এর মধ্যে ৪ হাজার ১৩৬টি স্থায়ী এবং অস্থায়ী ৭৫০টি। এর আগে গত সোমবার (২ মার্চ) ভোটার দিবসে ভোটাদের চূড়ান্ত তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশন।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!