৪০০ মৃত্যুর মাইলফলকের দিনে চট্টগ্রামে ৪১৪ শনাক্ত

করোনার করাল গ্রাসে চট্টগ্রামে একদিনে আরও তিন জনের প্রাণহানি হয়েছে। সেটি নিয়ে করোনায় ৪০০ মৃত্যুর মাইলফলকে নাম লেখাল চট্টগ্রাম। গতবছরের এপ্রিলে চট্টগ্রামে প্রথম মৃত্যু হয়েছিল করোনায়। অন্যদিকে, ২৪ ঘণ্টায় নতুনভাবে করোনা শনাক্ত হয়েছে আরও ৪১৪ জন।

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ২ হাজার ৭৫৬ নমুনা পরীক্ষা করে এসব সংক্রমিত হওয়ার তথ্য নিশ্চিত করা গেছে। নতুন শনাক্তদের মধ্যে ৩৭৩ জন নগরের ও ৪১ জন উপজেলার বাসিন্দা।

এ নিয়ে করোনা শনাক্ত গিয়ে দাঁড়াল ৪২ হাজার ৭১৫ জনে। এদের মধ্যে ৩৪ হাজার ১৯৪ জন নগরের ও ৮ হাজার ৫২১ জন উপজেলা পর্যায়ের বাসিন্দা।

চট্টগ্রাম সিভিল সার্জন অফিস বুধবার (৭ এপ্রিল) এ তথ্য নিশ্চিত করে।

তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় আটটি ল্যাবে নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ফৌজদারহাটের বিআইটিআইডিতে এক হাজার এক জনের নমুনা পরীক্ষায় ৪৩ জনের দেহে করোনার জীবাণু পাওয়া গেছে।

চট্টগ্রাম মেডিক্যাল কলেজে ৫৯৭ জনের নমুনা পরীক্ষা করে ৫৫ জনের করোনা পজিটিভ আসে।

চট্টগ্রাম ভেটেরিনারি বিশ্ববিদ্যালয় (সিভাসু) ল্যাবে ৩২৫ জনের নমুনা পরীক্ষায় ১১৪ জনের করোনা পাওয়া গেছে।

অন্যদিকে, বেসরকারি ইমপেরিয়াল হাসপাতালে ১৩৬ জনের করোনা টেস্ট করে ৪৫ জন ও শেভরন ল্যাবে ৫২১টি ল্যাব টেস্টে ৯৮ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।

এছাড়া আগ্রাবাদের মা ও শিশু হাসপাতালে ১০২ জনের নমুনা পরীক্ষা করে ৩১ জনের ও আরটিআরএলে ৪৯ জনের নমুনা পরীক্ষা করে ২৩ জনের করোনা ধরা পড়েছে।

অন্যদিকে কক্সবাজার মেডিক্যাল কলেজের ল্যাবে এদিন ২৫টি নমুনা সংগ্রহ করো পাঁচজনের শরীরে করোনা শনাক্ত হয়।

এমএহক

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!