৩০ মিনিটেই বাড়ি পুড়ে ছাই!

চট্টগ্রামের ফটিকছড়ি পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের কাশেম ডাক্তারের পুরান বাড়ির মোহাম্মদ ফরিদুল আলমের ঘরে আগুন লাগে সকাল ৯টায়। ত্রিশ মিনিটেই পুরোঘর পুড়ে ছাই হয়ে যায়। ঘর থেকে কিছুই উদ্ধার করা সম্ভব হয়নি।

স্থানীয় শিক্ষার্থী মোহাম্মদ শাওন বিন তৌফিক জানান, ২১ অক্টোবর সকাল ৯.০০ ঘটিকায় ফরিদের ঘরে ভয়াবহ আগুন লাগে।ঘরের আসবাব পত্র কাপড়চোপড় কিছুই রক্ষা করা যায়নি। আগুনের উত্তাপ এমন ছিল যে কেউ কাছে যেতে পারেনি। আগুনের সূত্রপাত কিভাবে হয়েছে তা কেউ জানতে পারে নি।

তিনি বলেন, ‌ফায়ার সার্ভিস আসছিল কিন্তু আমাদের এমন কপাল! গাড়ি আসতে আসতে সব পুড়ে ছাই হয়ে যায় ফায়ার সার্ভিসের গাড়ি আসার রাস্তা ভালো ছিল না। তাই গাড়ি আসতে দেরি হয়। যদি আজ রাস্তা ঠিক থাকত হয়ত এত ক্ষয়ক্ষতি হত না। এই আগুনে আনুমানিক ১০ লাখ টাকার অধিক ক্ষতি হয়েছে।’

স্থানীয় মহিলা কাউন্সিলর ফিরোজা বেগম বলেন, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ফরিদুল আলমের ঘরটি বাশের বেড়া আর ছনের চাল দিয়ে বানানো ছিল। তিনি অত্যন্ত দরিদ্র। তাকে পৌরসভা থেকে সহায়তার পরিকল্পনা রয়েছে।

এএস/এসএস

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!