১ লাখ ৪৯ হাজার শিক্ষার্থীর এসএসসির ফল জানা যাবে ৬ মে

সারা দেশের অন্যান্য বোর্ডের সঙ্গে একযোগে চট্টগ্রামেও এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল ঘোষণা করা হবে আগামী সোমবার (৬ মে)।

ঢাকায় শিক্ষামন্ত্রীর কাছে চট্টগ্রাম শিক্ষাবোর্ডের চেয়ারম্যান আনুষ্ঠানিকভাবে ফলাফল হস্তান্তর করার পর দুপুর থেকে এসএমএস, বোর্ডের ওয়েবসাইট ও নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানে পাওয়া যাবে এসএসসির ফল।

চট্টগ্রাম শিক্ষাবোর্ড সূত্র জানায়, এবার মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় এ বছর চট্টগ্রাম শিক্ষাবোর্ডের অধীনে ১ লাখ ৪৯ হাজার ৮৬৭ জন পরীক্ষার্থী অংশ নিয়েছিল। এ বছর ১ হাজার ৩০টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ১৯০টি কেন্দ্রে এসএসসি পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে চট্টগ্রাম নগর ও জেলার ৬৯৪টি শিক্ষাপ্রতিষ্ঠানের ১ লাখ ৪ হাজার ৩১০ জন শিক্ষার্থী ১১২টি কেন্দ্রে, কক্সবাজারের ১৩৮টি শিক্ষাপ্রতিষ্ঠানের ২১ হাজার ৩৫০ জন শিক্ষার্থী ২৬টি কেন্দ্রে পরীক্ষায় অংশ নেয়।

এছাড়াও তিন পার্বত্য জেলার মধ্যে রাঙামাটির ৮০টি শিক্ষা প্রতিষ্ঠানের ৯ হাজার ২৭ জন শিক্ষার্থী ১৯টি কেন্দ্রে, খাগড়াছড়ির ৭৮টি শিক্ষা প্রতিষ্ঠানের ১০ হাজার ৭২০ জন শিক্ষার্থী ২১টি কেন্দ্রে এবং বান্দরবানের ৪০টি শিক্ষা প্রতিষ্ঠানের ৪ হাজার ২৮২ জন শিক্ষার্থী ১২টি কেন্দ্রে পরীক্ষায় অংশ নেয়। এ বছর ছেলে পরীক্ষার্থীর সংখ্যা ৬৮ হাজার ৭৫৯ জন। অন্যদিকে মেয়ে পরীক্ষার্থীর সংখ্যা ৮১ হাজার ১০৮ জন।

এডি/সিপি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!