১২ লাইটার জাহাজকে ১ লাখ ৯০ হাজার টাকা জরিমানা

কর্ণফুলী চ্যানেল দখল করে লাইটার জাহাজ পার্কিং করে রাখায় ১২ জাহাজকে জরিমানা করেছেন বন্দর কর্তৃপক্ষ। ওই জাহাজগুলো থেকে ১ লাখ ৯০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে মোবাইল কোর্টের মাধ্যমে এ জরিমানা আদায় করা হয়। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) দিনব্যাপী এ অভিযান চলে।

অভিযানের বিষয়ে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের (চবক)নির্বাহী ম্যাজিস্ট্রেট গৌতম বাড়ৈ চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, ‘১২ লাইটার জাহাজকে ১ লাখ ৯০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।’

তিনি বলেন, ‘কর্ণফূলী চ্যানেলে অবৈধ পার্কিং করার ফলে বিদেশি জাহাজ প্রবেশ করতে পারে না বন্দরে। তাই ১২ জাহাজকে জরিমানা করা হয়েছে। অভিযানে সহযোগিতা করে জাতীয় গোয়েন্দা সংস্থা এনএসআই।
এছাড়াও অভিযানে বন্দর কর্তৃপক্ষের ডক মাস্টার আবু সুফিয়ান নির্বাহী ম্যাজিস্ট্রেটের সঙ্গে ছিলেন।

এএস/এসএস

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!