হেফাজতের মহাসচিব কাসেমী আর নেই

হেফাজত ইসলামের মহাসচিব নূর হোসাইন কাসেমী মারা গেছেন। রোববার (১৩ ডিসেম্বর) দুপুর ১টার দিকে রাজধানী ঢাকার ইউনাইটেড হাসপাতালে মারা যান তিনি।

হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মামুনুল হক নিজের ব্যক্তিগত ফেসবুক পেইজে নুর হোসাইন কাসেমীর মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।

ঠান্ডা ও শ্বাসকষ্টজনিত জটিলতা হওয়ায় ১ ডিসেম্বর নূর হোসাইন কাসেমীকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। গত বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) দুপুর থেকে তাঁর শারীরিক অবস্থা বেশ খারাপ ছিল। শুক্রবার বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তাঁর শারীরিক অবস্থা আরও খারাপ হতে শুরু করে। শুক্রবার রাত আটটার দিকে তাঁর শরীরে অক্সিজেনের মাত্রা কমে গেলে তাঁকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়। করোনাভাইরাসের সংক্রমণ সন্দেহে তাঁর নমুনা পরীক্ষা করা হয়। ফল নেগেটিভ আসে।

হেফাজতে ইসলাম প্রতিষ্ঠার পর থেকে নূর হোসাইন কাসেমী সংগঠনটির ঢাকা মহানগর সভাপতির দায়িত্ব পালন করেন। সংগঠনের আমির আল্লামা শাহ আহমদ শফীর মৃত্যুর পর গত ১৫ নভেম্বর নতুন করে কমিটি হলে তাকে মহাসচিব নির্বাচিত করা হয়।

নূর হোসাইন কাসেমী জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব ছিলেন। জমিয়তে উলামায়ে ইসলাম বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় ঐক্যজোটের একটি শরীক দল।

এআরটি/এমএফও

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!