হালিশহরে গাড়ির গ্যারেজে আগুন, ২৬ গাড়ি ক্ষতিগ্রস্ত

চট্টগ্রামের হালিশহরে একটি সিএনজি চালিত অটোরিকশার গ্যারেজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে সিএনজি অটোরিক্সা, মোটরসাইকেলসহ ২৬টি যানবাহন পুড়ে গেছে। আগুনে পুড়ে আহত হয়েছেন গ্যারেজের প্রহরী মোহাম্মদ আলী।

রোববার (২০ নভেম্বর) গভীর রাতে হালিশহর থানার বউ বাজার এলাকায় খাজা হোটেলের পাশে জাহাঙ্গীরের সিএনজি অটোরিকশার গ্যারেজে এই ঘটনা ঘটে।

খবর পেয়ে আগ্রাবাদ ফায়ার সার্ভিস স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

আগুনে গ্যারেজে থাকা ২০টি সিএনজি চালিত অটোরিকশা, ৫টি মোটরসাইকেল ও একটি রিকশা পুড়ে গেছে৷

আগ্রাবাদ ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা খান খলিলুর রহমান বলেন, রাত পৌনে দুইটার দিকে অগ্নিকাণ্ডের খবর পেয়ে আগ্রাবাদ ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে দেড় ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে বিভিন্ন ধরনের ২৬টি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষয়ক্ষতি ৫০ লাখ টাকা।

আগুনে ওই গ্যারেজের দারোয়ান আহত হয়েছেন। তাকে চট্টগ্রাম মেডিকেলের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।

বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে জানান স্টেশন কর্মকর্তা।

আইএমই/এমএফও

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!