হাটহাজারীতে খালের বেদখল জায়গা উদ্ধার

চট্টগ্রামের হাটহাজারী পৌরসভায় সামাজিক সংগঠনের নামে দখল করা দুই শতক খালের জায়গা উদ্ধার করেছে জেলা প্রশাসন। শনিবার (১৬ নভেম্বর) দুপুর ২টায় নির্বাহী কর্মকর্তা রুহুল আমিনের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।

জানা যায়, হাটহাজারী পৌরসভার মেডিকেল গেটের পশ্চিমে রেল গেটের পাশে জনৈক শাহজাহান রেনেসাঁ ক্লাবের নামে খাল দখল করে ভবন নির্মাণ করছিল। এখানে খাল দখল করে দোকান বানিয়ে বিক্রির উদ্যোগ নিয়েছিল চক্রটি। জেলা প্রশাসনের অভিযানে এ জায়গা উদ্ধার করা হয়।

ঘটনাস্থলে অভিযুক্ত শাহজাহানকে পাওয়া যায়নি। বছরখানেক আগেও চক্রটি এখানে ভবন নির্মাণ করে জায়গা দখলের পাঁয়তারা করলে তৎকালীন উপজেলা নির্বাহী কর্মকর্তার বাধার কারণে তা বন্ধ হয়ে যায়।

নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন বলেন, সামাজিক সংগঠনের নামে সরকারি জায়গা দখলের খবর পেয়ে অভিযান চালিয়ে তা উদ্ধার করা হয়। অভিযুক্ত শাহজাহানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

সিএম/সিআর

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!