হাজারো খতিব ইমাম মুয়াজ্জিনকে সিএমপি উত্তর বিভাগের ঈদ উপহার

খতিব, ইমাম ও মুয়াজ্জিনদের ঈদ উপহার দিচ্ছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)। শুক্রবার (২২ ম) ঈদুল ফিতর উপলক্ষে সিএমপি উত্তর বিভাগের আওতাধীন মসজিদগুলোর প্রায় ১ হাজার ১০০ খতিব, ইমাম ও মুয়াজ্জিনকে এ উপহার দেওয়ার কার্যক্রম শুরু করা হয়।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপ কমিশনার (উত্তর) বিজয় বসাক বলেন, ‘করোনার কারণে সবাই ক্ষতিগ্রস্ত। এই মধ্যে যতটুকু পারা যায় সবাই মিলে ঈদ আনন্দ করতে পারি সেজন্যই এ উদ্যােগ নেওয়া। শুক্রবার ১০ জনকে উপহার দিয়ে এ উদ্বোধন করেছি। আর বাকিগুলো বিভিন্ন মসজিদে দিয়ে দেওয়া হচ্ছে। শনিবারের মধ্যে ৩০০ মসজিদের প্রায় ১ হাজার ১০০ জনের উপহার পৌঁছে দেওয়া হবে।’

তিনি আরও বলেন, ‘মসজিদের খতিব, ইমাম ও মুয়াজ্জিনরা সম্মানের পাত্র সবার কাছে। ওনাদের গ্রহনযোগ্য রয়েছে সমাজের প্রত্যেক স্তরে। পরিচ্ছন্ন থাকার বিষয়ে মানুষের মাঝে সচেতন বৃদ্ধির জন্য যেন ওনারা উদ্যোগ নেন সে বিষয়ে আমরা অনুরোধ জানিয়েছি। কারণ ওনাদের কথা মানুষ যতটা গুরুত্ব দিয়ে শুনবে সেটা অন্য কারও ক্ষেত্রে ততটা কার্যকর হবে না।’

জানা গেছে, করোনা সংক্রমণের শুরু থেকে কর্মহীন মানুষদের ঘরে ঘরে খাদ্যসামগ্রী পৌঁছে দেওয়া কাজ শুরু করে সিএমপি উত্তর বিভাগ। রমজানে প্রতিদিন ৫০০ মানুষকে এ বিভাগের পক্ষ থেকে ইফতার বিতরণ করা হয়েছে।

এমএফও

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!