হরতাল ডেকে চট্টগ্রামে মাঠে নেই বিএনপি-জামায়াত, মোড়ে মোড়ে অবস্থান আওয়ামী লীগের

বিএনপি-জামায়াতের ডাকা হরতালের প্রভাব নেই চট্টগ্রামে। এমনকি বিএনপি-জামায়াত নেতাকর্মীদেরও দেখা যায়নি সড়কে। তবে মোড়ে মোড়ে অবস্থান নিয়েছে আওয়ামী লীগ ও তাদের অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। সর্তক অবস্থানে রয়েছে পুলিশও।

রোববার (২৯ অক্টোবর) সকাল ১১টার দিকে বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, গণপরিবহনে কর্মজীবী মানুষের উল্লেখযোগ্য উপস্থিতি রয়েছে। নগরের বিভিন্ন রুটের গাড়ি চলাচল স্বাভাবিক রয়েছে। তবে স্বাভাবিক দিনের চেয়ে জনসমাগম কম দেখা গেছে এসব এলাকায়।

নতুন ব্রিজ এলাকা থেকে বিভিন্ন রুটের বাস চলাচল করছে। বন্ধ রয়েছে দূরপাল্লার বাস।

নগরীর দুই নম্বর গেইট, চকবাজার, মুরাদপুর, কোতোয়ালী, জামালখান, জিইসি, কাজীর দেউড়ি, লালখান বাজারসহ বিভিন্ন এলাকায় এমন চিত্র দেখা গেছে।

নগরীর দুই নম্বর গেইট মোড়ে অবস্থান নিতে দেখা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি দেবাশীষ নাথ দেবু ও দপ্তর সম্পাদক তোসাদ্দেক নূর তপুসহ স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীদের। সেখানে তাদের অনেকের হাতে লাটিও ছিল। চকবাজার মোড়েও অবস্থান নিয়েছে আওয়ামী লীগের নেতাকর্মীরা।

এছাড়া মোড়ে মোড়ে পুলিশের উপস্থিতও দেখা গেছে। কিন্তু বিএনপি ও জামায়াত নেতাকর্মীদের দেখ যায়নি। কাজীর দেউড়ির নগর বিএনপির কার্যালয় এলাকাতেও পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

আওয়ামী লীগের নেতাকর্মীরা বলছে, বিএনপি-জামায়াতের নৈরাজ্য ঠেকাতে মাঠে রয়েছে তারা।

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি) জাহিদুল কবির চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, গুরুত্বপূর্ণ জায়গায় সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ। পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

আরএম/এমএফও

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!