সেই ‘এএসপি’ ছাত্রলীগ নেতা আকিবের জামিন নামঞ্জুর

ধর্ষণ ও প্রতারণা মামলায় আটক ছাত্রলীগের চট্টগ্রাম দক্ষিণ জেলার সাংগঠনিক সম্পাদক আকিবুল ইসলাম আকিবের জামিন আবেদন না মঞ্জুর করেছেন আদালত।

রোববার (২ ফেব্রুয়ারি) মহানগর দায়রা জজ শেখ আসফাকুর রহমানের আদালতে তার জামিন শুনানি হয়।

নিয়মিত আদালতে জামিন না পেয়ে আসামি পক্ষ আদালতে ফৌজদারি মিস মামলা (নং-২৮৯/২০২০) দায়ের করে জামিনের আবেদন করেন।

এর আগে এ মামলায় বাকলিয়া থানা পুলিশ মহানগর হাকিম শফি উদ্দিনের আদালতে সাত দিনের রিমান্ড আবেদন গত ৯ জানুয়ারি আদালত এক দিনের রিমাণ্ড মঞ্জুর করেন।

পুলিশ সূত্র জানিয়েছে, জিজ্ঞাসাবাদে আকিব তার বিরুদ্ধে আনিত অভিযোগ স্বীকার করেছে।

উল্লেখ্য, ছাত্রলীগের এই নেতা বাংলাদেশ পুলিশের সহকারী কমিশনার (এএসপি) পরিচয়ে ফেসবুকের মাধ্যমে এক তালাকপ্রাপ্ত নারীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন। পরে নগরীর বাকলিয়া রাহাত্তারপুল এলাকার ওই দুই বাচ্চার মাকে নানা প্রলোভন দেখিয়ে বিয়ে করেন।

গত আগস্ট থেকে নগরীর বিভিন্ন হোটেল-বাসায় স্বামী স্ত্রী হয়ে সংসারও পাতেন তারা। এক সময়ে তারা নগরীর বাকলিয়া থানার ডিটি রোডের হোসেন বিল্ডিংয়ের দ্বিতীয় তলায় বাসাও ভাড়া নেন। মাস তিনেক প্রতারণার মুখোশ পরে আকিবুল ইসলাম ওরফে তাহসান খান ঘর সংসার করলেও আস্তে আস্তে উন্মোচিত হতে থাকে তার মুখোশ।

এএসপি পরিচয় দিয়ে তালাকপ্রাপ্ত দুই সন্তানের জননীকে পাশে থাকার আশ্বাস দিয়ে বিয়ে করলেও দিন দিন নানা অজুহাতে টাকা পয়সা হাতিয়ে নিতে থাকেন ছাত্রলীগ নেতা আকিব। এরপরও নিজের সুখের কথা ভেবে আগের স্বামীর কাছ থেকে দেনমোহরের পাওনা টাকা থেকে দুহাত ভরেই দিতে থাকেন সব অর্থকড়ি। গত বছরের ৫ সেপ্টেম্বর ওই নারীর কাছ থেকে পাঁচ লাখ টাকা ধার নেন আকিব। ২৭ অক্টোবর এক লাখ ২৮ হাজার টাকা দিয়ে তাকে একটি মোবাইল ও তিন লাখ টাকা দিয়ে একটি মোটর সাইকেলও কিনে দেন ওই নারী। বিভিন্ন সময় ডেবিট কার্ড দিয়ে তুলে নেন আরও চার লাখ টাকা। এভাবে কমপক্ষে ১০ লাখ টাকা তাহসান তার কাছ থেকে নিয়েছে বলে অভিযোগ ওই নারীর।

এভাবে বারবার টাকা চাইতে থাকলে ওই নারীর সন্দেহ হয়। ওই নারী একদিন তাহসানের মোবাইল ফোন পরীক্ষা করে দেখেন, বিভিন্ন নামে ফেসবুক আইডি খুলে আরও বিভিন্ন মেয়ের সঙ্গে সম্পর্ক তৈরি করেছে আকিব। নিজেকে অবিবাহিত পরিচয় দিয়ে তাদের সঙ্গে শারীরিক সম্পর্ক গড়ে তুলে সেটা ভিডিও করে আবার ফেসবুক ম্যাসেঞ্জারে টাকা দাবি করার তথ্যও পান মোবাইলে। এভাবে নানা অসঙ্গতি চোখে পড়তে থাকলে ওই নারী খোঁজ নিয়ে জানতে পারেন, তার নাম তাহসান নয়, আসল নাম আকিবুল ইসলাম আকিব। তার এএসপি পরিচয়ও ভুয়া।

অবশেষে একাধিক মেয়ের সঙ্গে প্রতারণা করে মিথ্যা পরিচয় দিয়ে শারীরিক সম্পর্ক স্থাপন, টাকা আত্মসাৎ করার কারণে মামলার আসামি করা হয় দক্ষিণ জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আকিবুল ইসলাম আকিবকে। গত ২৫ ডিসেম্বর আকিব ওই নারীর বাসায় গিয়ে মাথায় পিস্তল ঠেকিয়ে তাকে হুমকি দেয় বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে।

এই মামলায় ৬ জানুয়ারি বিকেলে নগরীর রাহাত্তারপুল থেকে আকিবকে গ্রেপ্তার করে ওই দিনই আদালতে সোপর্দ করলে আদালত কারাগারে পাঠায় আকিবকে।

এফএম/এসএ/এডি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!