সীতাকুন্ডে পাটকল শ্রমিকদের লাঠি ও পতাকা মিছিল

সীতাকুন্ডে পাটকল শ্রমিকদের ৯ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে মহাসড়কে লাঠি ও পতাকা মিছিল করেছে। সোমবার সকালে রাষ্ট্রয়ত্ত্ব ৪ টি পাটকল কারখানার শ্রমিক কর্মচারীরা মিছিল বের করে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবার মিল প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।

মিছিল শেষে কারখানা চত্বরে আয়োজিত বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, গালফ্রা হাবিব সিবিএ সভাপতি মোঃ শরিয়ত উল্ল্যাহ,সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, শ্রমিক নেতা সিরাজুল ইসলাম পাটোয়ারী, মো. শফি উল্ল্যাহ, মো. শহিদুল আলম, শ্যামল কান্তি শর্মা, মো. নুরুল আলম, মো. শহিদুল্লাসহ অনেকে।

বক্তব্যে তারা বলেন, সরকারিভাবে বিভিন্ন কারখানায় মজুরী কমিশন বাস্তবায়ন হলেও পাটকল প্রতিষ্ঠানে এখনো মজুরী কমিশন বাস্তবায়িত হয়নি। এতেকরে পাটকল শ্রমিকরা তাদের ন্যায্য পাওনা বঞ্চিত হয়ে মানবেতর জীবনযাপন করছেন। শ্রমিকদের ৯ দফা দাবী অবিলম্বে বাস্তবায়ন না হলে মঙ্গলবার থেকে আবারো একটানা ৭২ ঘন্টা রাজপথ ও রেলপথ অবরোধ কর্মসূচি পালন করার ঘোষণা দেন শ্রমিক কর্মবারী।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!