সীতাকুণ্ডে পৃথক সড়ক দুর্ঘটনায় ২ জনের মৃত্যু

চট্টগ্রামের সীতাকুণ্ডে পৃথক সড়ক দুর্ঘটনায় দু’জনের মৃত্যু হয়েছে। এদের একজন পথচারী এবং অপরজন ভ্যানচালক।

বুধবার (১৩ এপ্রিল) উপজেলার শীতলপুর বগুলা বাজার ও বার আউলিয়া হাফিজজুট মিলস্ এলাকায় এই সড়ক দুর্ঘটনা ঘটে।

নিহত দু’জনের একজন হলেন ভ্যানচালক মো. বাবুল (৫০)। তিনি বরগুনা জেলার বেতাগী থানার মৃত সুরত আলীর ছেলে। অপরজন মো. ওবায়দুল হক (৫৫)। তিনি মীরসরাইয়ের আলী মোল্লা বাড়ির মৃত বদিউর রহমানের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার বিকাল সাড়ে ৫টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনাইছড়ি শীতলপুর বগুলা বাজার রাস্তা দিয়ে ভ্যান চালিয়ে যাচ্ছিলেন মো. বাবুল। এ সময় বিপরীত দিক থেকে আসা দ্রুতগতি কাভার্ডভ্যান ভ্যানগাড়িতে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এর আগে দুপুর আড়াইটার দিকে সোনাইছড়ি ইউনিয়নের বার আউলিয়া হাফিজ জুট মিলস্ এলাকায় মহাসড়কের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন মো. ওবায়দুল হক। এ সময় একটি ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

দুই ব্যক্তির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন বার আউলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হক। তিনি বলেন, মহাসড়কে দুর্ঘটনায় নিহত দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ দু’টি তাদের পরিবারের নিকট হস্তান্তর করা হবে।

ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!