সিএমপির ১৬ থানায় হবে মুক্তিযোদ্ধা কর্নার

জাতির শ্রেষ্ঠ সন্তান মুক্তিযোদ্ধাদের আইনি সহায়তা দিতে সিএমপির ১৬ থানায় মুক্তিযোদ্ধা কর্নার স্থাপন করার ঘোষণা দিয়েছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. মাহাবুবর রহমান।

রোববার (১৫ ডিসেম্বর) দুপুরে দামপাড়া পুলিশ লাইন্সস্থ কনফারেন্স হলে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে অনুষ্ঠিত পুলিশ মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা-১৯ অনুষ্ঠানে এ ঘোষণা দেন তিনি।

সিএমপির ১৬ থানায় হবে মুক্তিযোদ্ধা কর্নার 1

অনুষ্ঠানে ৫৫ জন পুলিশ মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা দেওয়া হয়। তারা মুক্তিযুদ্ধকালীন তাদের ব্যক্তিগত বিভিন্ন কর্মকাণ্ডের স্মৃতিচারণও করেন।

প্রধান অতিথির বক্তব্যে মো. মাহাবুবর রহমান বলেন, দেশের যেকোনো প্রান্তে, যেকোনো প্রয়োজনে আইনগত সহায়তা দেওয়ার লক্ষ্যে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের প্রতিটি থানায় মুক্তিযোদ্ধা কর্নার (অভ্যর্থনা কক্ষ) স্থাপন করা হবে।

সিএমপির ১৬ থানায় হবে মুক্তিযোদ্ধা কর্নার 2

অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) আমেনা বেগম, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) এস এম মোস্তাক আহমেদ খান, মুক্তিযোদ্ধা মোজাফফর আহম্মদ, মুক্তিযোদ্ধা শাহাবুদ্দীন আহম্মদ, চট্টগ্রাম মহানগর মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডার, চট্টগ্রাম জেলা ইউনিট কমান্ডসহ পুলিশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরএ/এএইচ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!