কক্সবাজার সদরের ত্রাস ‘ভুদিঙ্গা’ বন্দুকযুদ্ধে নিহত

কক্সবাজার সদরের ত্রাস ও পেশাদার ছিনতাইকারী নুরুন্নবী প্রকাশ ভুদিঙ্গা পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হয়েছে। রোববার (১৫ ডিসেম্বর) ভোরে শহরের কাটাপাহাড় এলাকায় এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। নিহত নুরুন্নবী টেকনাইফফা পাহাড় এলাকার আব্দু করিমের ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) ইকবাল হোসাইন। তিনি বলেন, ‘কক্সবাজার সদর মডেল থানার উপ-পরিদর্শক মো. তৈমুর ইসলাম ও আবুল কালামের নেতৃত্বে অভিযান চালিয়ে কালুর দোকান এলাকা নুরুন্নবী প্রকাশ ভুদিঙ্গাকে আটক করা হয়। এ সময় তার কাছে পাওয়া যায় একটি বিদেশি পিস্তল, ৪ রাউন্ড গুলি, দুটি ছোরা। পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে অন্য সন্ত্রাসীদের গ্রেপ্তারের জন্য কাটাপাহাড় এলাকায় অভিযানে যায় পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে নুরুন্নবী প্রকাশ ভুদিঙ্গাকে ছিনিয়ে নিতে পুলিশের উপর সশস্ত্র হামলা চালায় সন্ত্রাসীরা। এতে আহত হয় সন্ত্রাসী ভুদিঙ্গা ও ৪ পুলিশ সদস্য। আহত অবস্থায় তাদের হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ভুদিঙ্গাকে মৃত ঘোষণা করেন।’

কক্সবাজার সদর মডেল ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহজাহান কবির বলেন, ‘এ ঘটনা অস্ত্র, মাদক ও পুলিশ এসল্ট আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে।’

এএইচ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!