সাংবাদিক জাহেদুল হক মারা গেলেন কিডনি রোগে ভুগে

চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের (সিএমইউজে) সাবেক অর্থ সম্পাদক এস এম জাহেদুল হক মারা গেছেন।

বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) দিবাগত রাত সাড়ে তিনটায় চট্টগ্রাম নগরীর পার্কভিউ হাসপাতালে তিনি মারা যান। শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) সকাল ১০টায় নগরীর মোমিন রোডের কদম মোবারক মসজিদ চত্বরে প্রথম দফা জানাজার পর সাতকানিয়ার কাঞ্চনার নিজ বাড়িতে আসরের নামাজের পর দ্বিতীয় জানাজা শেষে তাকে দাফন করা হয়।

এস এম জাহেদুল হক দীর্ঘদিন ধরে কিডনি রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই মেয়ে ও এক ছেলে বহু আত্মীয়-স্বজন সহকর্মী রেখে যান।

সাংবাদিক জাহেদুল হক চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক সমবায় সমিতির নির্বাহী সদস্য ও বিজ্ঞাপন সংস্থা অ্যাড ব্যাংকের স্বত্বাধিকারী। কিডনি রোগী কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতিও ছিলেন তিনি।

তার মৃত্যুতে শোক জানিয়েছেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি রুহুল আমিন গাজী ও মহাসচিব কাদের গনি চৌধুরী, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শহিদুল ইসলাম ও সাধারণ সম্পাদক খুরশীদ আলম, চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ শাহ নওয়াজ ও সাধারণ সম্পাদক সালেহ নোমান, চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক সমবায় সমিতির সভাপতি মুস্তফা নঈম, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাহমুদ। পৃথক পৃথক বিবৃতিতে তাঁরা সাংবাদিক এস এম জাহেদুল হকের মৃত্যুতে গভীর শোক এবং শোকাহত পরিবারের সদস্যদের প্রতি সহানুভূতি প্রকাশ করেছেন।

বিবৃতিতে সাংবাদিক নেতারা বলেন, জাহেদুল হকের মৃত্যুতে সাংবাদিক সমাজ একজন নিবেদিত সাংবাদিক সংগঠককে হারিয়েছে। এই ক্ষতি সহজে পূরণ হওয়ায় নয়। আমরা তার আত্মার শান্তি কামনা এবং সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!