সরকার প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় ব্যাপক সফলতার স্বাক্ষর রেখেছে

সরকার প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় ব্যাপক সফলতার স্বাক্ষর রেখেছে 1শিক্ষা ব্যবস্থার মূল ভীত হচ্ছে প্রাথমিক শিক্ষা ব্যবস্থা। তাই সরকার শিক্ষা ব্যবস্থা ভীত টেকসই ও যুগোপযোগী করতে ব্যাপক পরিকল্পনা বাস্তবায়ন করছে। প্রাথমিক শিক্ষা ব্যবস্থা দৃশ্যমান উন্নয়ন দেশের শিক্ষা খাতে ব্যাপক অগ্রগতি সাধন করছে। বছরের প্রথম দিন সকল শিক্ষার্থীদের হাতে বই পৌঁছে দেওয়ার মতো কঠিন কাজটি সরকার বাস্তবায়ন করছে প্রতি বছর। একযোগে সকল রেজিষ্ট্রার্ড স্কুলকে সরকারিকরণ, নতুন নতুন ভবন, কম্পিউটার সরবরাহ, স্কুল ফিডিং ও উপবৃত্তিসহ বেশ কিছু যুগান্তকারী পদক্ষেপে দেশে এখন প্রাথমিক বিভাগে শিক্ষার্থীদের ঝরে পড়ার হার কমে এসেছে। চন্দনাইশে সাংসদ আলহাজ্ব নজরুল ইসলাম চৌধুরী গতকাল কানাইমাদারী আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক পুরস্কার বিতরণ ও মা সমাবেশে উল্লেখিত বক্তব্য রাখেন। তিনি সুশিক্ষা নিশ্চিতকরণে অভিভাবকের ভূমিকার গুরুত্ব দিয়ে বলেন, শিক্ষকের পাশাপাশি মা দেরকেও শিক্ষার্থীকে নিয়মিত স্কুলে উপস্থিতি নিশ্চিতকরণে আরো অধিক যতœবান হতে হবে। নজরুল ইসলাম চৌধুরী এম.পি অত্র বিদ্যালয়ের নতুন ভবনসহ প্রয়োজনীয় সকল সমস্যা দ্রুত সমাধানের আশ্বাস দেন। প্রধান আলোচক নবনির্বাচিত জেলা পরিষদ সদস্য ও চন্দনাইশ উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক আলহাজ্ব আবু আহমেদ জুনু বিদ্যালয়ের সুষ্ঠ, উদ্যোমী ও গতিশীল ব্যবস্থাপনার ভূয়সী প্রশংসা করেন। তিনি মুক্তিযুদ্ধের আদর্শ, স্বাধীনতা আন্দোলনসহ দেশের সকল গুরুত্বপূর্ণ অর্জন সম্পর্কে শিক্ষার্থীদের ধারণা দেওয়ার জন্য শিক্ষকমন্ডলীদের পরামর্শ দেন।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা, চন্দনাইশ উপজেলা সভাপতি মো. বেলাল হোসাইন মিন্টুর সভাপতিত্বে ও শিক্ষক নুরুল ইসলাম মিন্টুর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন কানাইমাদারী কাদেরীয়া সুন্নিয়া মাদ্রাসার সভাপতি ও উপজেলা আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক মো. আরিফুল ইসলাম খোকন, উপজেলা আওয়ামীলীগ সদস্য বীর মুুক্তিযোদ্ধা ফেরদৌস খান, খাগড়াছড়ি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ প্রকৌশলী নুরুল হাকিম, বরকল ছালামতিয়া সুন্নিয়া সিনিয়র মাদরাসার সভাপতি ও উপজেলা আওয়ামীলীগ সদস্য মুহাম্মদ শওকত হোসেন ফিরোজ, মহানগর আওয়ামীলীগ নেতা গিয়াস উদ্দিন হিরু, বীর মুক্তিযোদ্ধা কমান্ডার আবু ইসলাম, মহানগর যুবলীগ নেতা মো. গিয়াস উদ্দিন চৌধুরী, এম.আর আমিন চৌধুরী, মাওলানা আজিজ উল্লাহ, শিক্ষক মিন্টু কুমার দাশ, মো. শহিদুল আলম, উপজেলা যুবলীগ নেতা মামুনুর রশীদ মামুন, আবু ইউসুফ শিহাব, মুরাদ খান, খায়রুজ্জামান সোহেল, চেীধুরী মুহাম্মদ এহসান হাবীব, দক্ষিণ জেলা ছাত্রলীগ নেতা মিজানুর রহমান, ওয়াহেদুজ্জামান চৌধুরী, পৌরসভা যুবলীগ অর্থসম্পাদক আবদুস সবুর, আবু জাফর মেম্বার, শিক্ষক আবু জাফর, মো. কাশেম, আবদুল মান্নান, নওশা মিয়া, আমান উল্লাহ চৌধুরী, আবদুল লতিফ, ছেনোয়ারা বেগম, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা সুলতানা রাজিয়া বেগম, মো. আমির হোসেন, লুৎফুন্নেছা, সুলতানা রাজিয়া, আবদুর রশিদ, আলাউদ্দিন, মীর মোহাম্মদ জাবেদ হোসেন, রাশেদুল আলম, হায়াত হোসেন, লোকমান হাকিম, আফরোজা সুলতানা বিলকিস, সিরাজুল মোস্তফা, মুহাম্মদ সাইফু, রেজাউল করিম প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি ।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!