‘সরকারের উন্নয়ন কর্মকাণ্ডের পজেটিভ দিকগুলো তুলে ধরুন’

মিরসরাইয়ে পিআইবির প্রশিক্ষণে অতিরিক্ত বিভাগীয় কমিশনার

‘বর্তমান সরকার দেশের পরিকল্পিত উন্নয়নে যে ডেল্টা প্ল্যান তৈরি করেছে তা বাস্তবায়ন করতে হলে গণমাধ্যমের ভূমিকা দরকার। আপনারা সরকারের উন্নয়ন কর্মকাণ্ডের পজেটিভ দিকগুলো তুলে ধরুন।’

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) এর উদ্যোগে আয়োজিত ৩ দিনব্যাপী সাংবাদিকতায় বুনিয়াদি প্রশিক্ষণের সমাপনী দিনের সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন চট্টগ্রামের বিভাগীয় কশিনার (উন্নয়ন) নুরুল আলম নিজামী।

তিনি আরও বলেন, ‘মিরসরাইয়ে দেশের সর্ববৃহৎ অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলা হচ্ছে। অর্থনৈতিক অঞ্চল গড়ে উঠলে বদলে যাবে এখানকার উন্নয়ন চিত্র। এভাবে সারাদেশে সরকারের উন্নয়ন কর্মকাণ্ড চলছে।’

অনুষ্ঠানে তিনি বেকারত্ব দূর করতে সবাইকে কারিগরি শিক্ষায় দক্ষ হওয়ার আহ্বান জানান।

মিরসরাই প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এনায়েত হোসেন মিঠুর সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপ্রধানের বক্তব্য রাখেন মিরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন।

বক্তব্য রাখেন বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটের প্রোগ্রাম কো-অর্ডিনেটর জিলহাজ উদ্দিন নিপুন, মিরসরাই প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ নুরুল আলম, দৈনিক যুগান্তর মিরসরাই প্রতিনিধি মাহবুবুর রহমান পলাশ প্রমুখ।

প্রশিক্ষণ শেষে অনুভূতি প্রকাশ করেন মিরসরাই প্রেস ক্লাবের সহ-সভাপতি বিপুল দাশ, সীতাকুণ্ড প্রেস ক্লাবের সহ-সভাপতি জহিরুল আলম ও দৈনিক মানবকণ্ঠের মিরসরাই প্রতিনিধি মো. নাছির উদ্দিন। শেষে প্রশিক্ষণে অংশগ্রহণকারী সাংবাদিকদের মাঝে সনদ বিতরণ করেন অতিথিরা।

তৃতীয় দিন মিরসরাই ও সীতাকুণ্ডে কর্মরত সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে প্রশিক্ষণ দেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক সহিদ উল্লাহ লিপন। প্রশিক্ষণে সহযোগিতা করেছে মিরসরাই প্রেস ক্লাব।

এএইচ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!