সমুদ্র উত্তাল, চট্টগ্রাম বন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত

মৌসুমী বায়ুর প্রভাবে বঙ্গোপসাগর এখন উত্তাল রয়েছে। চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্রবন্দরকে দেখিয়ে যেতে বলা হয়েছে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত ল। দেশের নদী বন্দরগুলোর উপরও পড়েছে ১ নম্বর নৌ সতর্কতা সংকেত দেখানোর নির্দেশনা।

মঙ্গলবার (২১ জুলাই) দুপুর ২টায় চট্টগ্রামের পতেঙ্গা আবহাওয়া অধিদপ্তর সূত্রে এসব তথ্য জানা গেছে।

পতেঙ্গা আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ উজ্জ্বল কান্তি পাল চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, ‘মৌসুমী বায়ুর প্রভাবে সমুদ্র উত্তাল রয়েছে। দেশের সকল সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত এবং নৌ বন্দরে ১ নম্বর নৌ সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। সকল নৌযানকে সাবধানে উপকূলবর্তী স্থানে অবস্থান করতে বলা হয়েছে।’

পতেঙ্গা আবহাওয়া অধিদপ্তর আরও জানায়, মঙ্গলবার (২১ জুলাই) দুপুর ১২টা পর্যন্ত চট্টগ্রামে ৩৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টিপাত আরও বাড়তে পারে। কোনো কোনো জায়গায় ভারী বৃষ্টিপাতেরও সম্ভাবনা রয়েছে। সেই সাথে বাতাসের গতিবেগ থাকবে ৪৫ থেকে ৬০ কিলোমিটার।

এফএম/এমএফও

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!