সবাই করোনা নেগেটিভ, ১১ দিন পর চট্টগ্রামে এল সুসংবাদ

চট্টগ্রামে করোনাভাইরাসের একমাত্র পরীক্ষাগার থেকে ছোট-বড়ো দুঃসংবাদ বয়ে আসে প্রতিদিনই। টানা ১১ দিন পর চট্টগ্রামের জন্য সোমবার (২০ এপ্রিল) দিনটি বয়ে নিয়ে এলো সুসংবাদ। ১২৯টি নমুনার পরীক্ষায় চট্টগ্রামের কারোরই ফল পজিটিভ আসেনি। ‘নেগেটিভে’ ভরা এমন ফল এসেছিল সর্বশেষ ৯ এপ্রিল। এর মধ্যে ছোট্ট একটি দুঃসংবাদ বয়ে নিয়ে এসেছে চট্টগ্রামের পাশের জেলা ফেনী। চট্টগ্রামের পরীক্ষাগারে সেখানকার এক বাসিন্দার শরীরে করোনার খোঁজ মিলল সারাদিনে।

সোমবারের পরীক্ষায় একমাত্র করোনা পজেটিভ রোগী ফেনীর সোনাগাজির উত্তর চান্দিয়া গ্রামে। তিনি ৩৫ বছর বয়সী একজন পুরুষ।

সোমবার (২০ এপ্রিল) রাত ১০ টা নাগাদ চট্টগ্রাম প্রতিদিনকে এই তথ্য নিশ্চিত করেছেন চট্টগ্রাম জেলার সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বী।

সীতাকুণ্ডের বিশেষায়িত হাসপাতাল বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) চট্টগ্রাম বিভাগের করোনা ভাইরাস পরীক্ষা শুরু হয় গত ২৬ মার্চ।

৩ এপ্রিল প্রথম করোনা রোগী শনাক্ত হয় চট্টগ্রামে। এর পর ৫ আর ৯ এপ্রিল ছাড়া প্রতিদিনই কোন না কোন করোনা পজেটিভ রোগী পাওয়া গেছে চট্টগ্রামে। গত ২৬ দিনে চট্টগ্রাম জেলায় মোট ৩৯ জন করোনা পজেটিভ সনাক্ত হয়েছেন। যাদের ৫ জন মারাও গেছেন।

এআরটি/এসআর/আরএ/সিপি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!